পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: শামি-সিরাজের দাপটে ওয়াংখেড়েয় লঙ্কা জয়ের পূনরাবৃত্তি, বিশ্বকাপের শেষ চারে টিম ইন্ডিয়া - ভারত

17 সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনালে অসহায় আত্মসমর্পণ করেছিল শ্রীলঙ্কা । মহম্মদ সিরাজে দাপটে 50 রানেই গুটিয়ে গিয়েছিল দ্বীপরাষ্ট্র । ওয়াংখেড়েতে সেই ছবিই ফেরাল ভারত ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 8:41 PM IST

Updated : Nov 2, 2023, 9:35 PM IST

মুম্বই, 2 নভেম্বর: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভয়ংকর হয়ে উঠলেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ । এশিয়া কাপ ফাইনালের 46 দিন পর ফের লজ্জা নামল শ্রীলঙ্কায় । বিশ্বকাপে নিজেদের সর্বনিম্ন স্কোরে গুটিয়ে গেল দ্বীপরাষ্ট্র । এদিন পাথুম নিশাঙ্কাকে দিয়ে জয়যাত্রার শুরুটা করেছিলেন জসপ্রীত বুমরা । তারপরেই ভয়ংকর হয়ে ওঠেন সিরাজ ও শামি । 302 রানের বিরাট ব্যবধানে জিতে লিগ টেবিলে ফের একে উঠে এল ভারত ।

ওডিআই'তে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোরের রেকর্ড 11 বছর আগে ৷ 2012 দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পার্লে 43 রানে অল-আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা ৷ এদিন সেই লজ্জার রেকর্ড কোনওরকমে পেরলেও বিশ্বকাপের মঞ্চে সর্বনিম্ন রানে গুটিয়ে গেল 1996 সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা । ভারতের দেওয়া 358 রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে একসময় 3 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছিল 'নিশাঙ্কা অ্যান্ড কোং' ।

3টি উইকেট এসেছে মহম্মদ সিরাজের ঝুলিতে । শামি নিয়েছে 5টি উইকেট । চলতি বিশ্বকাপে দ্বিতীয়বার এক ইনিংসে 5 উইকেট নিলেন মহম্মদ শামি । একই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে সবমিলিয়ে 3বার এক ইনিংসে 5 উইকেট নিলেন বাংলার পেসস্টার । ছুঁয়ে ফেললেন মিচেল স্টার্কের রেকর্ড । ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে উইকেট নেওয়ার নিরিখে শামি টপকে গেলেন জাহির খান, জাভাগল শ্রীনাথকে ।

আরও পড়ুন: সচিনের ক্লাসিক শট খেলতে গিয়ে আউট, সেঞ্চুরি হারানো শুভমনের 'একমাত্র' প্রাপ্তি সারার সান্ত্বনা

বিরাট ব্যবধানে জিতে এদিন ভারত শুধু জিতলই না, রানরেটের বিচারেও দক্ষিণ আফ্রিকার কাছাকাছি চলে এল 'মেন ইন ব্লু' । 7টি ম্যাচের মধ্যে সাতটিতেই জিতে এই মুহূর্তে ভারতের রানরেট 2.10 ।

Last Updated : Nov 2, 2023, 9:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details