মুম্বই, 2 নভেম্বর: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভয়ংকর হয়ে উঠলেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ । এশিয়া কাপ ফাইনালের 46 দিন পর ফের লজ্জা নামল শ্রীলঙ্কায় । বিশ্বকাপে নিজেদের সর্বনিম্ন স্কোরে গুটিয়ে গেল দ্বীপরাষ্ট্র । এদিন পাথুম নিশাঙ্কাকে দিয়ে জয়যাত্রার শুরুটা করেছিলেন জসপ্রীত বুমরা । তারপরেই ভয়ংকর হয়ে ওঠেন সিরাজ ও শামি । 302 রানের বিরাট ব্যবধানে জিতে লিগ টেবিলে ফের একে উঠে এল ভারত ।
ওডিআই'তে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোরের রেকর্ড 11 বছর আগে ৷ 2012 দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পার্লে 43 রানে অল-আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা ৷ এদিন সেই লজ্জার রেকর্ড কোনওরকমে পেরলেও বিশ্বকাপের মঞ্চে সর্বনিম্ন রানে গুটিয়ে গেল 1996 সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা । ভারতের দেওয়া 358 রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে একসময় 3 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছিল 'নিশাঙ্কা অ্যান্ড কোং' ।