পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ind vs Eng : ওভালেও অব্যাহত ব্যাটিং বিপর্যয়, শার্দূলের লড়াইয়েও দুশোর আগেই গুটিয়ে গেল ভারত - india 191 all out in first innings

ওভালে সিরিজ়ের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে মাত্র 191 রানে অল আউট হয়ে গেল ভারতীয় দল ৷ শেষ মুহূর্তে কিছুটা চেষ্টা করেছিলেন শার্দূল ঠাকুর ৷ কিন্তু ভারতীয় দলের বিপর্যয় ঠেকাতে তা যথেষ্ট ছিল না ৷

Ind vs Eng
Ind vs Eng

By

Published : Sep 2, 2021, 10:24 PM IST

লন্ডন, 2 সেপ্টেম্বর : ফের একবার ইংল্যান্ডের পেসারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ ৷ হেডেংলি টেস্টের পর কেনিংটন ওভালেও ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয় অব্যাহত রইল ৷ ইংরেজ পেসারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র 191 রানে গুটিয়ে গেল কোহলি ব্রিগেড ৷ শেষের দিকে কিছুটা চেষ্টা করেছিলেন শার্দূল ঠাকুর ৷ তাঁর ব্যাট থেকে আসে 57 রানের ইনিংস ৷ বিপর্যয়ের সময় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কিন্তু অপর প্রান্ত থেকে সেভাবে সাহায্য পেলেন না শার্দূল ৷ ক্রিস ওকসের বলে শার্দূল লেগ বিফোর হয়ে ফিরতেই ভারতকে গুটিয়ে ফেলতে সময় লাগেনি ইংল্যান্ডের ৷

ইংল্যান্ড বনাম ভারত চতুর্থ টেস্টে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ব্রিটিশ অধিনায়ক জো রুট ৷ ঘাসে ভরা সিমিং উইকেটে শুরু থেকেই ভারতকে চাপে রাখতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ৷ ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুল ৷ প্রথম আধ ঘণ্টায় কোনও উইকেট হারায়নি ভারত ৷ এরপর একে একে রোহিত, রাহুল ও চেতেশ্বর পূজারা আউট হন ৷ রাহানের আগে ব্যাট করতে পাঠানো হয় রবীন্দ্র জাদেজাকে ৷ কিন্তু, ব্যাটে ভরসা দিতে ব্যর্থ হন তিনি ৷

এরপর অজিঙ্ক রাহানে (14), ঋষভ পন্থ (9) দ্রুত প্য়াভিলিয়নে ফেরেন ৷ রাহানে যখন ফিরলেন তখন 6 উইকেট হারিয়ে ভারতের স্কোর 117 ৷ ওই অবস্থা থেকে মাঠে নেমে দলের হাল ধরেন শার্দূল ঠাকুর ৷ ভারতীয় দলের এই পেসার ব্যাট হাতে বেশ স্বচ্ছন্দ ৷ 7টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে 36 বলে 57 রান করেন শার্দূল ৷ যদিও শার্দূলের চেষ্টাতেও দুশোর গণ্ডি টপকাতে পারল না ভারত ৷ ক্রিস ওকসের বলে শার্দূল এলবিডব্লিউ হয়ে ফিরতেই সেই আশা শেষ হয়ে যায় ৷

আরও পড়ুন :Ind vs Eng : হারতে নেমেছে ভারতীয় দল ? অশ্বিনের হয়ে ময়দানে শশী

তবে এই বিপর্যয়ের মধ্যে একমাত্র আশার আলো হল অধিনায়ক বিরাট কোহলির রানে ফেরা ৷ দীর্ঘসময় ধরে টেস্টে তাঁর ব্যাটে রানের খরা ৷ লিডসে সিরিজ়ের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে 55 রান করেছিলেন বিরাট ৷ আজও 50 রানের ইনিংস খেলেন ক্যাপ্টেন ৷

ABOUT THE AUTHOR

...view details