লন্ডন, 2 সেপ্টেম্বর : ফের একবার ইংল্যান্ডের পেসারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ ৷ হেডেংলি টেস্টের পর কেনিংটন ওভালেও ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয় অব্যাহত রইল ৷ ইংরেজ পেসারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র 191 রানে গুটিয়ে গেল কোহলি ব্রিগেড ৷ শেষের দিকে কিছুটা চেষ্টা করেছিলেন শার্দূল ঠাকুর ৷ তাঁর ব্যাট থেকে আসে 57 রানের ইনিংস ৷ বিপর্যয়ের সময় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কিন্তু অপর প্রান্ত থেকে সেভাবে সাহায্য পেলেন না শার্দূল ৷ ক্রিস ওকসের বলে শার্দূল লেগ বিফোর হয়ে ফিরতেই ভারতকে গুটিয়ে ফেলতে সময় লাগেনি ইংল্যান্ডের ৷
ইংল্যান্ড বনাম ভারত চতুর্থ টেস্টে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ব্রিটিশ অধিনায়ক জো রুট ৷ ঘাসে ভরা সিমিং উইকেটে শুরু থেকেই ভারতকে চাপে রাখতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ৷ ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুল ৷ প্রথম আধ ঘণ্টায় কোনও উইকেট হারায়নি ভারত ৷ এরপর একে একে রোহিত, রাহুল ও চেতেশ্বর পূজারা আউট হন ৷ রাহানের আগে ব্যাট করতে পাঠানো হয় রবীন্দ্র জাদেজাকে ৷ কিন্তু, ব্যাটে ভরসা দিতে ব্যর্থ হন তিনি ৷