চেন্নাই, 7 অক্টোবর: বিশ্বকাপের প্রথম ম্যাচেই যে ভারতীয় স্পিনারদের ঘূর্ণির জালে পড়তে চলেছেন, তা ভালোই বুঝতে পারছেন প্যাট কামিন্স ৷ শনিবার ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে সেই নিয়েই চিন্তিত দেখাল অজি অধিনায়ককে ৷ জানালেন, চিপকে ভারতীয় স্পিনারদের এড়িয়ে গেলে ভুল করা হবে ৷ আর সেটাই অস্ট্রেলিয়া দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মত তাঁর ৷ সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, রবিবার ভারত বিশ্বকাপে তাদের তিন স্পিনারকেই খেলাতে চলেছে ৷ কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং লোকাল বয় রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে বিশ্বমানের স্পিন অ্যাটাক রয়েছে ভারতের ৷
তবে, কামিন্স অতীত অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করছেন ৷ সাম্প্রতিক অতীতে চেন্নাইতে খেলার অভিজ্ঞতা অস্ট্রেলিয়ান ব্যাটারদের ভারতীয় স্পিন ত্রয়ীর বিরুদ্ধে লড়তে সাহায্য করবে বলে মনে করছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘ভালো বিষয় এটাই যে, আমরা ভারতীয় স্পিনারদের অনেক বেশি খেলেছি ৷ আমাদের ব্যাটাররা নিজেদের পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন ৷ এর আগেও ভারতের বিরুদ্ধে আমরা সফল হয়েছি ৷ আবার কিছু ক্ষেত্রে ওরাও আমাদের বিরুদ্ধে খুব ভালো বল করেছে ৷’’
তবে, ভারতে আইপিএল খেলা কয়েকজন ক্রিকেটারের অভিজ্ঞতা এই বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে বাড়তি সুবিধা দেবে বলে মত অধিনায়ক কামিন্সের ৷ তিনি বলেন, ‘‘এটা এমন একটা মাঠ, যেখানে আমরা অনেক ম্যাচ খেলেছি আগে ৷ আমার মনে হয়, যতবারই ভারতে সিরিজ খেলতে এসেছি, ততবারই এখানে একটি অন্তত ম্যাচ পড়েছে ৷ এমনকী আমাদের কয়েকজন ক্রিকেটার সিএসকে'র হয়েও খেলেছেন ৷ তাই সেই অভিজ্ঞতা আগামিকালের ম্যাচে আমাদের সাহায্য করবে ৷’’