নয়াদিল্লি, 15 অক্টোবর: গতবারের বিশ্ব চ্যাম্পিয়নকে খানিক আগেই পর্যদুস্ত করেছে আফগানিস্তান ৷ চলতি ওডিআই বিশ্বকাপে 13 নম্বর ম্যাচ ছিল নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৷ সেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে 69 রানে পরাজিত করেছে আফগানরা ৷ আফগানিস্তান অন্যান্য দলগুলির থেকে খানিকটা পিছিয়ে থেকেও গতবারের সেরা দলকে হারিয়েছে ৷ এর আগে দুবার দুই দল মুখোমুখি হয়েছিল। দুইবার ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। তবে এবার বাজিমাত করলেন রহমানুল্লা গুরবাজ-রশিদ খান-মুজিব উর রহমানরা। যে দলগুলি আন্ডারডগ হয়েও শক্তিশালী দলকে হারিয়েছে, সংবাদসংস্থা পিটিআই এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন শেয়ার করেছে ৷
1983: ভারত-ওয়েস্ট ইন্ডিজ
বিশ্বকাপের ইতিহাসে এ ম্যাচ একরকম আশ্চর্যই বলা যায় ৷ কপিল দেবের নেতৃত্বে ভারত দু'বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন (1975, 1979) ওয়েস্ট ইন্ডিজকে 43 রানে হারিয়ে লর্ডসে তাদের প্রথম শিরোপা জিতেছিল। 183 রানের সামান্য রক্ষণে ভারত দুর্দান্ত বোলিং প্রদর্শন করে ও শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে 140 রানে গুটিয়ে দেয় ৷
1983: জিম্বাবোয়ে-অস্ট্রেলিয়া
1983 সালের সংস্করণে আরও একটি দুর্ধর্ষ ম্যাচ দেখেন ক্রিকেটপ্রেমীরা ৷ জিম্বাবোয়ে তাদের বিশ্বকাপ অভিষেকেই ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়াকে 13 রানে বিপর্যস্ত করে ক্রিকেট বিশ্বকে চমকে দেয়। ডানকান ফ্লেচার অপরাজিত 69 রান করে তাঁদের 60 ওভারে ছয় উইকেটে 239 রান করেন। ডেনিস লিলি, জেফ থমসন এবং অ্যালান বর্ডারের অস্ট্রেলিয়ান দল 7 উইকেটে 226 রানেই গুটিয়ে যায় ৷
2011: আয়ারল্যান্ড ইংল্যান্ড
কেভিন ও'ব্রায়েন-অনুপ্রাণিত দল বেঙ্গালুরুতে চিন্নাস্বামীতে 328 রানের বিরাট লক্ষ্য তাড়া করে ইংল্যান্ডকে পরাজিত করে আয়ারল্যান্ড ।