পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: আফগানিস্তান থেকে 83’র ভারত, বিশ্বকাপে আন্ডারডগ’দের বাজিমাতের কিসসা - আফগানিস্তান

নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের দাপটে উড়ে গিয়েছে ইংল্য়ান্ডরা ৷ এই প্রতিবেদনে দেখে নিন এরকমই আন্ডারডগরা আর কবে বিশ্বকাপে শক্তিশালী দলগুলোকে হারিয়েছে...

Etv Bharat
ICC World Cup 2023

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 11:04 PM IST

নয়াদিল্লি, 15 অক্টোবর: গতবারের বিশ্ব চ্যাম্পিয়নকে খানিক আগেই পর্যদুস্ত করেছে আফগানিস্তান ৷ চলতি ওডিআই বিশ্বকাপে 13 নম্বর ম্যাচ ছিল নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৷ সেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে 69 রানে পরাজিত করেছে আফগানরা ৷ আফগানিস্তান অন্যান্য দলগুলির থেকে খানিকটা পিছিয়ে থেকেও গতবারের সেরা দলকে হারিয়েছে ৷ এর আগে দুবার দুই দল মুখোমুখি হয়েছিল। দুইবার ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। তবে এবার বাজিমাত করলেন রহমানুল্লা গুরবাজ-রশিদ খান-মুজিব উর রহমানরা। যে দলগুলি আন্ডারডগ হয়েও শক্তিশালী দলকে হারিয়েছে, সংবাদসংস্থা পিটিআই এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন শেয়ার করেছে ৷

1983: ভারত-ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপের ইতিহাসে এ ম্যাচ একরকম আশ্চর্যই বলা যায় ৷ কপিল দেবের নেতৃত্বে ভারত দু'বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন (1975, 1979) ওয়েস্ট ইন্ডিজকে 43 রানে হারিয়ে লর্ডসে তাদের প্রথম শিরোপা জিতেছিল। 183 রানের সামান্য রক্ষণে ভারত দুর্দান্ত বোলিং প্রদর্শন করে ও শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে 140 রানে গুটিয়ে দেয় ৷

1983: জিম্বাবোয়ে-অস্ট্রেলিয়া

1983 সালের সংস্করণে আরও একটি দুর্ধর্ষ ম্যাচ দেখেন ক্রিকেটপ্রেমীরা ৷ জিম্বাবোয়ে তাদের বিশ্বকাপ অভিষেকেই ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়াকে 13 রানে বিপর্যস্ত করে ক্রিকেট বিশ্বকে চমকে দেয়। ডানকান ফ্লেচার অপরাজিত 69 রান করে তাঁদের 60 ওভারে ছয় উইকেটে 239 রান করেন। ডেনিস লিলি, জেফ থমসন এবং অ্যালান বর্ডারের অস্ট্রেলিয়ান দল 7 উইকেটে 226 রানেই গুটিয়ে যায় ৷

2011: আয়ারল্যান্ড ইংল্যান্ড

কেভিন ও'ব্রায়েন-অনুপ্রাণিত দল বেঙ্গালুরুতে চিন্নাস্বামীতে 328 রানের বিরাট লক্ষ্য তাড়া করে ইংল্যান্ডকে পরাজিত করে আয়ারল্যান্ড ।

1996: কেনিয়া-ওয়েস্ট ইন্ডিজ

কেনিয়া সেবার তাদের প্রথম বিশ্বকাপে নামে ৷ পুনেতে ওয়েস্ট ইন্ডিজকে 73 রানে হারিয়ে নাটকীয় জয় তুলে নেয় ৷ বিশ্বকাপের ইতিহাসে এটাই ছিল প্রথম ঘটনা যে টেস্ট না-খেলা কোনও দেশ বিপক্ষকে পরাজিত করে। অফ-স্পিনার মরিস ম্যাচের সেরা ৷ 164 রান তাড়া করতে নেমে ব্রায়ান লারা, রিচি রিচার্ডসনরা 93 রানেই গুটিয়ে যায়।

1999: বাংলাদেশ-পাকিস্তান

নর্থহ্যাম্পটনে এক ম্যাচে পাকিস্তানকে নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ 223/9 করে এবং জবাবে পাকিস্তান 44.3 ওভারে 161 রানে গুটিয়ে যায়।

2007; বাংলাদেশ-ভারত

পোর্ট অফ স্পেনে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ ভারতকে 5 উইকেটে হারায় ৷ মাশরাফি মুর্তাজার দল 49.3 ওভারে 191 রান টার্গেট দেন ভারতকে ৷ এই রান তাড়া করতে নেমে বাংলাদেশ 48.3 ওভারে 5 উইকেটে ম্যাচ জিতে যায় ৷

আরও পড়ুন:অনলাইন স্ট্রিমিংয়ে নয়া নজির! ডিজনি+হটস্টারে ভারত-পাক ম্যাচ দেখল সাড়ে 3 কোটি মানুষ

ABOUT THE AUTHOR

...view details