পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: বিপর্যয় এড়িয়ে ইডেনে শতরান মিলারের, অষ্টমবার ফাইনাল খেলতে অজিদের দরকার 213 - ইডেনে শতরান মিলারের

প্রাথমিক বিপর্যয় সামলে শতরান করে ইডেনে দলকে ভরসা দিলেন ডেভিড মিলার ৷ মিলারের কাঁধে চেপেই সেমিতে দু'শোর গণ্ডি পার করল দক্ষিণ আফ্রিকা ৷ 49.4 ওভারে 212 রানে অলআউট হয়ে গেল তেম্বা বাভুমা অ্যান্ড কোম্পানি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 6:38 PM IST

Updated : Nov 16, 2023, 7:23 PM IST

কলকাতা, 16 নভেম্বর:সকাল থেকেই মাঝে মাঝে মুখ ভার করছে ইডেনের আকাশ ৷ তার জেরে পরবর্তীতে বৃষ্টিপাত সাময়িকভাবে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ক্ষণিক বিঘ্ন ঘটালেও কলকাতায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল শুরু হল যথাসময়েই ৷ তবে শুরুতেই বিপর্যয় নেমে এল প্রোটিয়া শিবিরে ৷ নকআউটের অস্ট্রেলিয়া কেন সবসময় বাকিদের চেয়ে ভয়ংকর, বোঝা গেল লড়াই শুরুর কিছুক্ষণের মধ্যেই ৷ যদিও প্রাথমিক বিপর্যয় সামলে শতরান করে ইডেনে দলকে ভরসা দিলেন ডেভিড মিলার ৷ মিলারের কাঁধে চেপেই সেমিতে দু'শোর গণ্ডি পার করল দক্ষিণ আফ্রিকা ৷ 49.4 ওভারে 212 রানে অলআউট হয়ে গেল তেম্বা বাভুমা অ্যান্ড কোম্পানি ৷

24 রানের মধ্যে এদিন প্রোটিয়াদের চার ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান ৷ ফের ব্যর্থ অধিনায়ক তেম্বা বাভুমা ৷ 'চোকার্স' বদনাম ঘোচাতে মরিয়া দক্ষিণ আফ্রিকা ফের যখন আতঙ্কের প্রহর গুনছে তখন পঞ্চম উইকেটে হাল ধরেন ডেভিড মিলার-হেনরিক ক্লাসেন ৷ দু'জনের 95 রানের জুটিতেই সেমিতে হালে কিছুটা পানি পায় প্রোটিয়ারা ৷

চলতি বিশ্বকাপে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল প্রোটিয়াদের । নেদারল্যান্ডস ম্যাচের হারে তাল কাটলেও বাভুমারা বিশ্বজয়ের অন্যতম দাবিদার । লিগ পর্বে শেষে ভারতের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণেও সেই প্রত্যাশা বিন্দুমাত্র কমেনি । যদিও নক-আউটে ফিরতেই চোকার্সরা ফের স্বমহিমায় ।

আরও পড়ুন:

Last Updated : Nov 16, 2023, 7:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details