চেন্নাই, 17 নভেম্বর: বিশ্বকাপের ফাইনালে আরও একবার মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া ৷ আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের এই ম্যাচকে অনেকেই বলছেন 'বদলার ম্যাচ' ৷ 2003 সালে এই টিমের বিরুদ্ধে হেরেই বঙ্গতনয়ের বিশ্বজয়ের স্বপ্নের সমাধি হয়েছিল জোহনাসবার্গের মাঠে ৷ এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই হারের বদলা কি ঘরের মাটিতে নিতে পারবে ভারত? পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ছিটকে দিয়ে জিতে নিতে পারবে তৃতীয় ট্রফি ? ইতিহাসের চিত্রনাট্যে কি লেখা হবে নরেন্দ্র মোদির নাম ? উত্তর দিলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী ৷
শুক্রবার একটি সাক্ষাতকারে রবি বলেন, "আমার মতে ওরা পুরোপুরি চাপমুক্ত থাকবে ৷ ওরা ঘরের মাঠে খেলছে ৷ এই দলের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ৷ নতুন কিছু করার দরকার নেই ৷ এতদিন যেমন খেলেছে... শেষ ম্যচে যেমন খেলেছে তার কাছাকাছিই কিছু করতে হবে ৷ ওরা খুব তাড়াতাড়ি ট্রফি হাতে তুলবে ৷"
বিশ্বকাপজয়ী এই প্রাক্তন অলরাউন্ডার বলেন, "ভারত বিশ্বকাপ জিতবে ৷ ওরাই ফেভারিট হিসাবে শুরু করবে ৷ শুধু সংগঠিত আর শান্ত থাকতে হবে ৷ চাপ নিতে জানতে হবে ৷ ফাইনাল বলে অতিরিক্ত উত্তেজিত হওয়া উচিত হবে না ৷ ওরা জানে কার কি ভূমিকা ৷ এই দলের সবচেয়ে ভালো বিষয় হল দল একজন বা দু'জন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নয় ৷ প্রত্য়েক ম্যাচেই আটজন বা ন'জন করে খেলোয়াড় পারফর্ম করছে ৷ এটা একটা দারুণ বিষয় ৷"