পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: ভারত-পাক ম্যাচে 'বিরাট জার্সিবদল' ! কী হল তারপর...

ভারত-পাকিস্তান ম্যাচে ভুল জার্সি পড়ে মাঠে নেমে পড়লেন বিরাট কোহলি ৷ বেশ কিছুক্ষণ সেই জার্সি পড়ে ফিল্ডিংও করেন তিনি ৷ পরে তিনি নিজেই বুঝতে পারেন তাঁর ভুল ৷ ড্রেসিংরুম থেকে জার্সি বদলে আবার ফেরেন মাঠে ৷

ICC World Cup 2023
ভুল জার্সি পড়ে মাঠে নামলেন কোহলি

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 7:32 PM IST

আমেদাবাদ, 14 অক্টোবর:আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে ভারতীয় দল ৷ প্রতিপক্ষ পাকিস্তান ৷ আর এই হাই-ভোল্টেজ ম্যাচেই নাকি ভুল জার্সি পড়ে মাঠে নেমে পড়লেন রানমেশিন বিরাট কোহলি ৷ বেশ কিছুক্ষণ কেউই বিষয়টা বুঝতে পারেননি ৷ পরে কোহলি নিজেই বিষয়টি খেয়াল করেন ৷ সঙ্গে সঙ্গে ড্রেসিংরুমের দিকে দৌড় লাগান ৷ জার্সি বদলে মাঠে ফেরেন তিনি ৷

ঠিক কী হয়েছিল ? আসলে কোহলি যে জার্সিটি পড়ে প্রথম মাঠে নামেন তার কাঁধের কাছে ছিল তিনটি সাদা স্ট্রাইপ ৷ অন্যদিকে, বিশ্বকাপে ভারতীয় দলের ম্যাচ জার্সির ক্ষেত্রে এই স্ট্রাইপগুলি তেরঙা ৷ বিশ্বকাপের জন্য বিশেষভাবে এই জার্সিটি তৈরি করা হয়েছে ৷ বিরাট এদিন জার্সিটি গায়ে চড়িয়ে মাঠে নেমেছিলেন বিশ্বকাপের আগে তেমন টি-শার্টই পড়তেন ভারতীয় দলের খেলোয়াড়রা ৷

প্রসঙ্গত, প্রায় সাত ওভার এই জার্সিটি পড়েই ফিল্ডিং করেন বিরাট ৷ পরে তিনি নিজের ভুল বুঝতে পারেন ৷ আর সপ্তম ওভার শেষ হতে না-হতেই তিনি ছোটেন ড্রেসিংরুমের দিকে ৷ মহম্মদ সিরাজ যখন আবদুল্লাহ শফিককে সাজঘরে ফেরান সে সময় জার্সি বদলে আবার মাঠে ফেরেন বিরাটও ৷ তবে বিরাটের জার্সি বদলের বিষয়টি নজর এড়ায়নি সমর্থকদের ৷

আরও পড়ুন:বুমরা হার্দিকের জাদুতে বাবরদের আত্মসমর্পণ, দুশোর আগেই গুটিয়ে গেল পাকিস্তান

ম্যাচ শুরুর আগেই থেকেই এদিন জমজমাট হয়ে উঠে আমেদাবাদের এই স্টেডিয়াম ৷ অরিজিৎ সিংয়ের কণ্ঠে 'বন্দে মাতরম' গানে জমে ওঠে আসর ৷ গান গাইলেন সুখবিন্দর সিংও ৷ পাশাপাশি শঙ্কর মহাদেবনের কণ্ঠে এদিন শোনা গেল 'শুনো গর সে দুনিয়াওয়ালো' ৷ ম্যাচ শুরুর আগেই কানায় কানায় ভরে উঠেছিল স্টেডিয়ামে ৷ ওয়ান ডে বিশ্বকাপে এই নিয়ে অষ্টমবার লড়াইয়ে নামে ভারত-পাকিস্তান ৷ প্রতি বার জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল ৷ এবারও কি ট্র্যাডিশন বজায় রাখতে পারবেন তাঁরা সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details