পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: ম্যাচের মাঝে হঠাৎ বৃষ্টি ! পিচ ঢাকা দিতে কভার টানলেন ওয়ার্নার

শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এক দারুণ দৃষ্টান্ত স্থাপন করলেন ডেভিড ওয়ার্নার ৷ দেখালেন তাঁর খেলোয়াড়ি মানসিকতা ৷ বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে পিচ ঢাকা দিতে হাত লাগালেন সাপোর্ট স্টাফদের সঙ্গে ৷

ICC World Cup 2023
পিচ ঢাকা দিতে হাত লাগালেন ডেভিডও

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 6:54 PM IST

Updated : Oct 16, 2023, 7:23 PM IST

লখনউ, 16 অক্টোবর: বিশ্বকাপে ইতিমধ্য়েই দু'টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে ৷ অথচ এখনও পর্যন্ত খাতাই খুলতে পারেনি তারা ৷ অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এমন ইতিহাস বিরল ৷ কিন্তু এবার ঠিক তাই হয়েছে পাঁচবার বিশ্বজয়ী অজিবাহিনীর ৷ প্রথম ম্যাচে ভারত এবং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের জেরে এখনও খাতাই খুলতে পারেননি তাঁরা ৷ জয়ের জন্য মরিয়া হয়ে লখনউতে সোমবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ৷ আর সেই ম্যাচে ঘটল এক অদ্ভুত ঘটনা ৷ পিচ ঢাকা দেওয়ার জন্য কভার টেনে নিয়ে যেতে দেখা গেল অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে ৷

ডেভিড সবসময়ই বেশ উদ্যমী ৷ ক্রিকেটের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনেও অন্যরকম দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা তিনি করেন বারবারই ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷ লখনউয়ের একনা স্টেডিয়ামে তাঁকে এদিন দেখা গেল সাপোর্ট স্টাফদের সঙ্গে পিচ ঢাকা দেওয়ার কাজে সাহায্য করতে ৷

প্রসঙ্গত, টসে জিতে এদিন প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ৷ শুরুটাও দুরন্ত করেছিলেন তাঁরা ৷ ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরার জুটিতে উঠেছিল 125 রান ৷ 61 রানে পাথুম এবং 78 রানে কুশল আউট হওয়ার পর অবশ্য় ম্যাচ ঘুরে যায় ৷ কুশল মেন্ডিস এবং সান্দিরা সামারাবিক্রমাও এদিন ফিরে যান খুব তাড়াতাড়ি ৷

এর ঠিক পরেই নামে বৃষ্টি ৷ খেলা তখন গড়িয়েছে 32.1 ওভার ৷ সেসময় শ্রীলঙ্কার সংগ্রহ 178 রান ৷ অজি বোলাররা ততক্ষণে তুলে নিয়েছিলেন 4টি উইকেট ৷ তাই বৃষ্টিতে পিচের যাতে কোনও ক্ষতি না-হয় তা নিশ্চিত করা ছিল ভীষণ জরুরি ৷ এহেন পরিস্থিতিতেই এদিন এক সুন্দর উদাহরণ তৈরি করলেন ওয়ার্নার ৷ পিচ ঢাকা দিতে হাত লাগালেন সাপোর্ট স্টাফদের সঙ্গে ৷ ম্যাচে ঠিক তার আগেই দু'টি দুরন্ত ক্যাচও নেন ওয়ার্নার ৷ প্রথমে তিনি তালুবন্দি করেন নিশাঙ্কার ক্যাচ ৷ আর তারপর সীমানার ধারে তাঁর হাতে ধরা পড়ে যান কুশল মেন্ডিস ৷

আরও পড়ুন:'দিল্লি সচ মে দিলওয়ালো কি হ্যায়' ব্রিটিশের বিরুদ্ধে জয়ের পর ফ্যানেদের জন্য লিখলেন রাশিদ

অজিবাহিনীর সামনে 210 রানের টার্গেট রাখে শ্রীলঙ্কা ৷ অজি বোলারদের দাপটে এদিন পুরো 50 ওভারও ব্যাটিং করতে পারেনি কুশল মেন্ডিসের দল ৷ অস্ট্রেলিয়ার হয়ে এদিন সর্বোচ্চ 4টি উইকেট তুলে নেন অ্যাডাম জাম্পা ৷ 2টি করে উইকেট নেন প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক ৷ 1টি উইকেট পান গ্লেন ম্যাক্সওয়েল ৷

Last Updated : Oct 16, 2023, 7:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details