লখনউ, 16 অক্টোবর:চেন্নাইয়ে দেখা মেলেনি, লখনউয়েও আগের দিন দেখা যায়নি চেনা ছবিটা ৷ তবে অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামেই সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি বিশ্বকাপের প্রথম জয় তুলে নিল অস্ট্রেলিয়া ৷ সঙ্গে ফিরল চেনা ছবিটাও ৷ দিনের শুরুতে ক্যাঙারু বাহিনীর বোলারদের সাঁড়াশি আক্রমণে রীতিমতো চাপে পড়ে যায় কুশল মেন্ডিসের দল ৷ ব্যাটিংয়ের ক্ষেত্রেও এদিন সমান দাপট বজায় রাখেন অজি ব্যাটাররা ৷ ডেভিড ওয়ার্নার আর স্টিভ স্মিথ অবশ্য় এদিনও ব্যর্থ ৷ তবে রান পেলেন মিচেল মার্শ, জস ইংলিশ এবং মার্নাস লাবুশান ৷ যার জেরে 5 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় এল অস্ট্রেলিয়ার ৷ তাও আবার 88 বল বাকি থাকতেই ৷
210 রানের টার্গেট নিয়ে ব্যাটিং করতে নেমে এদিন 11 রানে ওয়ার্নারকে হারায় অস্ট্রেলিয়া ৷ দিলশান মধুশঙ্কার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন স্মিথও ৷ মাত্র 24 রানে 2 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া ৷ কিন্তু সোমবার দলের হাল ধরেন মিচেল মার্শ এবং মার্নাস লাবুশান ৷ মাত্র 51 বলে 9টি চার দিয়ে সাজানো দুরন্ত ইনিংস উপহার দেন মার্শ ৷ আর লাবুশান করেন গুরুত্বপূর্ণ 40 রান ৷ উইকেট বাঁচানোর কাজটা এদিন সুন্দর ভাবে পালন করেন তিনি ৷
মার্শ আউট হওয়ার পরেও দলকে চাপে পড়তে দেননি জস ৷ অজি ইনিংসের দ্বিতীয় অর্ধশতরানটি আসে তাঁরই ব্যাট থেকে ৷ শুধু তাই নয়, ম্যাচ জেতানো 58 রানের ইনিংস খেলে এদিন মাঠ ছাড়লেন অজি ব্যাটার ৷ ইনিংসে 5টি চারের সঙ্গে 1টি ছয়ও মারেন তিনি ৷ বলতে হবে গ্লেন ম্যাক্সওয়েলের কথাও ৷ এদিন কোনও দ্বিধার চিহ্ন দেখা যায়নি তাঁর ব্যাটিংয়ে ৷ ফ্লোটারের দায়িত্ব এদিন সুন্দরভাবে পালন করলেন তিনি ৷ বলাই বাহুল্য পরপর যেভাবে বড় শট খেললেন তিনি তা ম্যাচ অনেক সহজ করে দেয় ৷
আরও পড়ুন:ম্যাচের মাঝে হঠাৎ বৃষ্টি ! পিচ ঢাকা দিতে কভার টানলেন ওয়ার্নার
সোমবার দিনের শুরুটা কিন্তু হয়েছিল একদম অন্য়ভাবে ৷ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কুশল ৷ শুরুটাও বেশ ভালোই করেন লঙ্কান ব্যাটাররা ৷ বিশেষত দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং কুশল পেরেরার ব্যাটিং দেখেও হয়তো কেউ ভাবতেই পারেননি পুরো 50 ওভার ব্যাটিং করাটাই চাপের বিষয় হয়ে যাবে লঙ্কাবাহিনীর জন্য় ৷ হল ঠিক তাই ৷ বিনা উইকেট 125 রান সংগ্রহ করা দল 84 রান তুলতে গিয়ে হারাল 9টি উইকেট ৷ পাথুম এদিন করেন 61 আর অন্যদিকে কুশল করেন 78 ৷ কিন্তু তারপর দলের পতন রোধ করতে পারননি কেউই ৷ অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্কদের সামনে ভীষণ অসহায় দেখিয়েছে শ্রীলঙ্কার বাকি ব্যাটারদের ৷