নয়াদিল্লি, 15 জুন : টি-20 বিশ্বকাপ 2021 নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (Board of Control for Cricket in India ) ফাইনাল সিদ্ধান্তের দিকে তাকিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ সোমবার একথা জানান আইসিসির (International Cricket Council) অন্তবর্তী সিইও জিওফ অ্যালারডাইস ৷ তিনি বলেন, ‘‘করোনা প্যানডেমিকের কারণে ভারতে ট্রাভেল ব্যান পরিস্থিতি বিশ্বকাপ আয়োজনে আরও জটিলতা তৈরি করেছে ৷’’
টি-20 বিশ্বকাপ 2021-র আয়োজক ভারত ৷ চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাসে এই বিশ্বকাপ হওয়ার কথা ৷ তবে ভারতজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ হানা দিয়েছে ৷ এই পরিস্থিতিতে টি-20 বিশ্বকাপ আয়োজন করা যথেষ্ট ঝুঁকি সাপেক্ষ ৷ তাই বার্ষিক সভার পর ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য 28 জুন পর্যন্ত সময় নিয়েছে বিসিসিআই ৷ পরিবর্তে ব্যাকআপ হিসেবে উঠে আসছে আরব আমিরশাহি ও ওমানের নাম ৷