পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শেষ ওভারে চাপ সামলানোর কৌশল শিখেছেন ধোনির থেকে, জানালেন রিংকু - India vs Australia

Rinku Singh Had Confidence Himself While Playing Against Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজের প্রথম ম্যাচ 2 উইকেটে জিতেছে ভারত ৷ অধিনায়ক সূর্যকুমার যাদবের 80 রানের গুরুত্বপূর্ণ ইনিংস সেই জয়ের ভিত তৈরি করেছিল ৷ কিন্তু, 6 নম্বরে শেষ পর্যন্ত টিকে থেকে 14 বলে 22 রান না করলে, ম্যাচের ফলাফল অবশ্যই বদলে যেত ৷ তাই ছোট হলেও, রিংকুর 22 রানের ইনিংসে মেতে ক্রিকেট জগৎ ৷

Image Courtesy: X
Image Courtesy: X

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 7:37 PM IST

Updated : Nov 24, 2023, 10:53 PM IST

বিশাখাপত্তনম, 24 নভেম্বর: শেষ ওভারে 7 রান দরকার ৷ অস্ট্রেলিয়ার হয়ে বলহাতে শিন অ্যাবট এবং উলটোদিকে স্ট্রাইকে আইপিএলের ওয়ান্ডার বয় রিংকু সিং ৷ টি-20 ক্রিকেট যাঁরা ফলো করেন, তাঁরা ভালোই আন্দাজ করতে পারেন ম্যাচের ফল কোনও দিকে যেতে পারে ৷ হয়েছেও তাই ৷ কিন্তু, ততটা সহজ ছিল না, যা অন্যান্য সময় রিংকু করে থাকেন ৷ কিন্তু, তিনি আত্মবিশ্বাসী ছিলেন ৷ ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে সেকথাই জানিয়ে গেলেন ভারতের উঠতি এই প্রতিভা ৷

শেষ ওভারে 7 রান বাকি থাকতে, প্রথম বলেই ব্যাকওয়ার্ড পয়েন্টের পাশ দিয়ে চার মারেন রিংকু ৷ ফলে শেষ 5 বলে 3 রান দরকার ছিল ৷ আর রিংকু স্ট্রাইকে থাকায় তা খুব সহজেই হয়ে যাওয়ার কথা ৷ কিন্তু, তেমনটা হয়নি ৷ দ্বিতীয় বলে একরান নেন রিংকু ৷ কিন্তু, বড় শট খেলে ম্যাচ শেষ করার আশায় উইকেট হারান অক্ষর ৷ কিন্তু, পরের বলেই রবি বিষ্ণোই রান-আউট হন ৷ তবে, ভারতের জন্য স্বস্তি ছিল রিংকু স্ট্রাইকে ৷ এখানেও বড় শট নিতে ব্যর্থ হয়ে রিংকু 2 রানের জন্য কল করেন ৷ প্রথম রান পুরো হলেও, দ্বিতীয় রান নিতে গিয়ে আউট হন আর্শদীপ ৷

এই পরিস্থিতিতে শেষ বলে 1 রান দরকার ছিলেন ভারতের ৷ শিন অ্যাবট রিংকুর সামনে ইয়র্করের লেন্থ মিস করেন ৷ ফুললেন্থে থাকা বল লং-অনের উপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন রিংকু ৷ সঙ্গে ভারতের জয় নিশ্চিত করে দেন ৷ কিন্তু, সেই ছক্কা রিংকু বা ভারতের রানে যোগ হয়নি ৷ অ্যাবট নো-বল করায় অতিরিক্ত রানটাই যোগ হয় স্কোরবোর্ডে ৷ ফলে ভারত 1 বল বাকি থাকতে 2 উইকেটে ম্যাচ জেতে ৷ তবে, একের পর এক উইকেট যখন উলটো দিক থেকে যাচ্ছিল, তখন কী ভাবছিলেন রিংকু ?

ম্যাচ শেষ করে ফেরা রিংকু বলেন, ‘‘নিজের খেলার প্রতি আমার বিশ্বাস ছিল ৷ আইপিএলে ওই পাঁচটা ছয় মারার পর, নিজের উপর বিশ্বাস আরও বেড়েছে ৷ আর এখানে জানতাম, একটা সুযোগ অবশ্যই আসবে ৷ তাই নিজের ক্ষমতার উপর বিশ্বাস রেখেছিলাম ৷ আর শেষ বলটা ব্যাটে আসে ৷ তাই কাজটা খুব একটা কঠিন হয়নি ৷’’ তবে, ছয় রানটা পাননি রিংকু এবং ভারতীয় দল ৷ যা নিয়ে কোনও আক্ষেপ নেই রিংকুর ৷ তিনি শেষ পর্যন্ত ম্যাচ শেষ করে ফিরেছেন, সেটাই বড় প্রাপ্তি উত্তরপ্রদেশের এই তরুণের ৷

শেষ ওভারে শান্ত থাকার রহস্যও ভেদ করেছেন রিংকু ৷ বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রিংকু তাঁর চাপ সামলানোর দক্ষতার জন্য প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে কৃতিত্ব দিয়েছেন ৷ ধোনির পরামর্শ মেনেই তিনি শেষের দিকে চাপ সামলানোর কৌশল শিখেছেন ৷ রিংকু বলেন, ‘‘আমার শান্ত থাকার রহস্য হল, আমি মাহি ভাইয়ের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছিলাম ৷ কীভাবে তিনি শেষ ওভারে চাপের মুখে শান্ত থাকতেন ? প্রশ্ন করেছিলাম ৷ তিনি আমাকে বলেছিলেন, চেষ্টা করতে যতটা নিজের মাথা ঠান্ডা রাখা যায় এবং বোলারের দিকে সোজা তাকাতে পরামর্শ দিয়েছিলেন তিনি ৷ আর সেভাবেই ম্যাচে আমি শান্ত থাকার চেষ্টা করি ৷’’

রিংকু ম্যাচ শেষে ফেরার পথে বাউন্ডারি-লাইনে ধারাভাষ্যকার অভিষেক নায়ার তাঁকে জড়িয়ে ধরেন ৷ কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং কোচ অভিষেক ৷ তিনি খুব কাছ থেকে রিংকুর ওঠা-পড়া দেখেছেন ৷ তাই 26 বছরের এক তরুণের এমন কীর্তিতে কোচ হিসেবে, খুশি তো হবেনই অভিষেক নায়ার ৷ আর সেই দৃশ্য দেখে কিছুটা আবেগ তাড়িত হয়ে পড়েন প্রাক্তন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক ৷ যিনি তিনটে বছর কেকেআরের সঙ্গে ছিলেন ৷ তিনিও রিংকুর সফরের সাক্ষী থেকেছেন ৷ আবেগে গা ভাসিয়ে দেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসর ৷ তিনি ডিকের পোস্ট রিটুইট করে লেখেন, ‘‘খুবভালো বলেছ ডিকে ৷ স্কিল+কঠোর পরিশ্রম+খিদে+নম্রতা, এটাই রিংকু সিং ৷ তোমার জন্য আমাদের এর থেকে বেশি খুশি কী হতে পারে ! ঈশ্বর তোমার মঙ্গল করুন ৷’’

আরও পড়ুন:

  1. 'ভয়ডরহীন ক্রিকেট', অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংসের ব্যাখ্যা স্কাইয়ের
  2. 'মহম্মদ শামি খুবই নোংরা মানুষ, ওর ঐশ্বরিক মার দরকার'; বিস্ফোরক স্ত্রী হাসিন জাহান
  3. 'বাবা ঠিক আছে...', রোহিতকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাব ছোট্ট সামাইরার
Last Updated : Nov 24, 2023, 10:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details