লর্ডস, 16 অগস্ট : প্রথমে ব্যাট হাতে জুটি গড়লেন মহম্মদ শামি ও জসপ্রীত বুমরা ৷ এরপর বল হাতে জ্বলে উঠলেন ভারতীয় বোলাররা ৷ আর স্বাধীনতা দিবসের পর দিন লর্ডসের মাঠে ইংল্যান্ডকে 151 রানে হারাল ভারত ৷
আজ সকালে ব্যাট করতে নেমে নবম উইকেটে জুটি গড়েন মহম্মহ শামি ও জসপ্রীত বুমরা ৷ দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান (56) করলেন শামি ৷ প্রয়োজনের সময় বুমরার কার্যকরী 34-এর দৌলতে 8 উইকেটে 298 রানে ডিক্লেয়ার করে ভারত ৷
ভারতের দুই পেশার ব্যাট হাতে কামাল দেখানোর পর বল হাতেও ঝটকা দেন ৷ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই অনবদ্য বোলিং জসপ্রীত বুমরার। যার ফলে 1 রানে 1 উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। বুমরার বলে শূন্য রানে আউট হন ররি বার্নস ৷ এর পর উইকেট তুলে নেন মহম্মদ শামি। ডম সিবলেকে শূন্য রানে সাজঘরে ফেরান শামি । নিজের স্পেল করতে এসে পর পর দুই উইকেট তুললেন ইশান্ত শর্মাও ৷ হাসিব হামিদ ও জনি ব্রেস্টোকে ফেরান তিনি ৷ ফের উইকেট তুলে নেন জশপ্রীত বুমরা ৷ ক্রিজে জমে যাওয়া অধিনায়ক রুটকে আউট করেন তিনি ৷ এরপর পরপর দু' বলে দুই উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ ৷ শেষ পর্যন্ত সিরাজ নেন 4 উইকেট ৷ বুমরা নেন তিন উইকেট ৷
আরও পড়ুন: India vs England, 2nd Test : রাহানে-পূজারার দুরন্ত লড়াই, শেষ প্রহরে ঝটকা ইংল্যান্ডের
প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করে 364 রান তোলে ভারত ৷ জবাবে 391 রানের ইনিংস খাড়া করে ইংল্যান্ড ৷ দ্বিতীয় ইনিংসে 298 রানে ডিক্লেয়ার করে ভারত ৷ এই পর্বেই রাহানে ও পূজারার মতো প্রতিষ্টিত ব্যাটসম্যানদের পাশাপাশি 90 রানের পার্টনারশিপে ভারতকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন যশপ্রীত বুমরা ও মহম্মদ শামি ৷ শামি করেন অপরাজিত 56, বুমরা অপরাজিত 34 ৷