চেন্নাই, 4 ফেব্রুয়ারি : ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে উইকেটের পিছনে গ্লাভ হাতে দেখা যাবে ঋষভ পন্থকে ৷ অস্ট্রেলিয়া সফরে ম্যাচ জেতানো ইংনিস খেলার পর তাঁর উপরই ভরসা রাখছে টিম ইন্ডিয়া ৷ ম্যাচের আগের দিন ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এমনই জানালেন অধিনায়ক বিরাট কোহলি ৷ এদিন সাংবাদিকদের প্রশ্নে তিনি জানালেন, উইকেটের পিছনে গ্লাভস হাতে দায়িত্ব সামলাবেন ঋষভ পন্থ ৷
‘‘ঋষভ আগামীকাল গ্লাভস হাতে দায়িত্ব সামলাবেন ৷ অস্ট্রেলিয়া সফরে তিনি তাঁর পারফরম্যান্সের মাধ্যমে প্রভাব ফেলেছেন ৷ ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ঋষভ ৷ আমরা তাঁকে সব পরিস্থিতির জন্য তৈরি করতে চাই ৷ সেই জন্য সবধরনের পরিবেশে তাঁকে খেলাতে চাই আমরা ৷ যা আরও ম্যাচ খেলার মধ্যে দিয়েই সম্ভব ৷’’ সাংবাদিক বৈঠকে বলেন বিরাট কোহলি ৷ কোহিল এও জানান, "অস্ট্রেলিয়া সফরের শর্টার ফরম্যাটে ঋষভ পন্থ সুযোগ পাননি ৷ সেই সময় তিনি নিজের ফিটনেস এবং খেলার উপর অনেক কাজ করেছিলেন ৷ আমরা তাঁকে অনেকটাই আগলে রেখেছি ৷ কারণ তাঁর খেলার অন্যান্য় দিকগুলিকে উন্নত করতে চেয়েছি আমরা ৷" ঋষভ প্রথম একাদশে জায়গা পাওয়ায় ঋদ্ধিমান সাহা সুযোগ পাবেন না ।