পুণে, 28 মার্চ : কথায় বলে শেষ ভাল যাঁর, সব ভাল তাঁর ৷ সফররত দলের সঙ্গে প্রথম ম্যাচ হেরেছিলেন কোহলিরা ৷ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথমে টেস্ট, পরে টি-20 সিরিজ় জয় ৷ আর শেষে একদিনের সিরিজে তৃতীয় তথা শেষ ম্যাচ জেতাই শুধু নয়, ক্রিকেটের তিন ফরম্যাটেই ইংরেজ বাহিনীকে পর্যদুস্ত করলেন বিরাটরা ৷
সত্যিই কন্যা সন্তানের বাবা হওয়ার পর এ বিরাট মধুরেণ সমাপয়েৎ ! এ যেন কন্যা ভাগ্যে তিন সিরিজ জয় ৷
আজ প্রথমে টসে জিতে বিরাটদের ব্যাট করতে পাঠান ইংরেজ অধিনায়ক বাটলার ৷ শুরুটা রাজার হালেই করেছিলেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান ৷ রোহিত 37 বলে 37 করে প্যাভিলিয়নে ফিরলেও বহুদিন পরে চেনা ছন্দে পাওয়া গেল ভারতীয় দলের গব্বরকে ৷ কোহলির ব্যর্থতা মুছিয়ে ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে ঝড়ের গতিতে এগোচ্ছিলেন শিখর ৷ কিন্তু, কিছুক্ষণের মধ্যেই ম্যাচের মোড় পাল্টে গিয়েছিল ৷ দ্রুত ফিরে যান লোকেশ রাহুলও ৷ এরপরই ভারতীয় ক্রিকেটের দুই তরুণ তুর্কি ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়ার তাণ্ডব শুরু হয় পুণের মাঠে ৷
শেষ পর্যন্ত ক্রুনাল পান্ডিয়া, শার্দুল ঠাকুররে ঝোড়া ইনিংসে ভর করে 10 বল বাকি থাকতে 329-এ শেষ হয় কোহলিদের ইনিংস ৷ নিয়মিত ব্যবধানে উইকেট না পড়লে হয়ত আজ 400-র গণ্ডি টপকাতে পারতেন বিরাট-রোহিতরা ৷ কিন্তু বিরাট-রাহুলের ব্যর্থতা, বড় রান করার সময়ে রোহিতের বোল্ড আউট, হার্দিক-পন্থের অসময়ে আউট বেশ কিছুটা কম রানেই ইনিংস আটকে দিতে বাধ্য করে ভারতকে ৷
শুরুটা কিন্তু ইংরেজদের মোটেই ভাল হয়নি ৷ মাত্র 28 রানের মধ্যে 2 উইকেট খুইয়ে পুণের মাঠে তখন ভুবি ভুবি ধ্বনি ৷ তখনই যেন বাঁ হাতি বেন স্টোকসের ভয়ঙ্কর হওয়ার সময় ৷ মালানকে সঙ্গে নিয়ে রানের গতি বাড়ানোতে মন দেন স্টোকস ৷ পরবর্তী সময়ে অধিনায়ক বাটলারের ব্যর্থতা মুছে দেন স্যাম কুরান ৷ যদিও গোটা কয়েক ক্যাচ ফেলে স্যামের কাজটা সহজ করে দেন ভারতীয় ফিল্ডাররাই ৷
উড়ন্ত কোহলি...সৌজন্যে- বিসিসিআই টুইটার যে হারে আজ হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে তামাম ভারতীয় ফিল্ডাররা ক্যাচ ফেললেন তাতে ক্লাব স্তরের ক্রিকেটাররাও লজ্জা পাবেন ৷ বিষয়টি নিয়ে বিরাট থেকে শ্রীধর এমনকি রবি শাস্ত্রীরও ভাবার সময় এসে গিয়েছে ৷ আন্তর্জাতিক স্তরে একের পর এক ক্যাচ ফেলে ভারতীয় ক্রিকেটে কঙ্কালসার চিত্রটাই আজ তুলে ধরলেন ভারতীয় ফিল্ডাররা ৷
শেষ ওভারে মার্ক হুড 14 রানে রান আউট হওয়ার পরও ও-প্রান্তে তখন 91 রানে তাণ্ডব চালাচ্ছেন কুরান ৷ কিন্তু বিধাতার ললাট লিখনটা বোধ হয় আজ অন্যই ছিল ৷ মেয়ের ভাগ্যেই ম্যাচটা হয়তো ছেড়ে রেখেছিলেন বিরাট ৷ টিভি স্ক্রিনে রবি শাস্ত্রীর থমথমে মুখটাই যখন বারবার প্রকাশ্যে আসছিল, তখন বিরাটের স্থির চিত্র ধোনির কথাই মনে করিয়ে দিচ্ছিল ৷ মিস্টার কুলকেই যেন আজ দেখল গোটা দেশ ৷ নিজে ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলার পরিবর্তন থেকে শুরু করে আদিল রাশিদের অসাধারণ ক্যাচ সবই পরিণত বিরাটকেই ফের সামনে আনল ৷