পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

3 নম্বরে বিরাট মাইলফলক স্পর্শ কোহলির - 2nd odi

তিন নম্বরে ব্য়াট করতে নেমে ওয়ান’ডে ম্যাচে 10 হাজার রান ভারত অধিনায়ক বিরাট কোহলির ৷ দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি এই মাইলফলক ছুঁলেন ৷

Virat Kohli Second Player To Score 10,000 ODI Runs At No.3
ওয়ান’ডে-তে 3 নম্বরে নেমে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে 10 হাজার রান কোহলির

By

Published : Mar 27, 2021, 1:40 PM IST

পুণে, 27 মার্চ : একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করতে নেমে 10 হাজার রান করার রেকর্ড গড়লেন বিরাট কোহলি ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে এই রেকর্ড গড়লেন তিনি ৷ দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়লেন ভারত অধিনায়াক ৷ এর আগে প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং এই রেকর্ড গড়েছিলেন ৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে পন্টিং 330 ইনিংসে 12,662 রান করেছেন ৷ আর বিরাট কোহলি 190 ইনিংস খেলে 10 হাজার রানের মাইলফলক ছুঁলেন ৷

শুক্রবার পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে বিরাট কোহলি 79 বলে 66 রান করেন ৷ এই ম্যাচেই বিশ্ব ক্রিকেটে রিকি পন্টিংয়ের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তিন নম্বরে ব্যাট করতে নেমে 10 হাজার রান করলেন বিরাট ৷ অন্যদিকে, তিন নম্বরে ব্য়াট করতে নেমে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা 9,747 রান করেছেন ৷ যার পরেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জ়্যাক কালিস (7,774 রান) ৷ পাশাপাশি অধিনায়ক হিসেবে ওয়ান’ডে-তে মোট রান সংগ্রহের ক্ষেত্রেও রেকর্ড গড়লেন বিরাট কোহলি ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে 66 রানের দৌলতে গ্রেম স্মিথকে টপকে সর্বাধিক রান করা অধিনায়কদের মধ্যে পাঁচ নম্বরে উঠে এলেন তিনি ৷ অধিনায়ক হিসেবে তাঁর মোট সংগ্রহ 5,442 রান ৷

আরও পড়ুন : বেয়ারস্ট্রো-স্টোকসের যুগলবন্দিতে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

তবে, শুক্রবার পুণের ম্যাচে অধিনায়ক বিরাট কোহলি এই মাইল ফলক অর্জন করলেও ভারত এই ম্যাচ জিততে পারেনি ৷ বিরাট কোহলি এবং কে এল রাহুল শতরানের পার্টনারশিপ করেন ৷ পরে কোহলি আউট হলে রাহুল এবং ঋষভের মধ্যে আরও একটি সেঞ্চুরি পার্টনারশিপ হয় ৷ যে পার্টনারশিপে ভর করে 50 ওভারে ভারত 336 রান তোলে ৷ কিন্তু, ইংল্যান্ডের দুই ওপেনারের জাপুটে ব্যাটিং এবং তিন নম্বরে নামা বেন স্টোকসের আক্রমণাত্মক ব্যাটিংয়ের দাপটে খুব সহজেই 43.3 ওভারে নির্ধারিত 337 রানের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড ৷

ABOUT THE AUTHOR

...view details