পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: একা কুম্ভ রুট! কিউয়িদের চ্যালেঞ্জিং টার্গেট দিল বিশ্বচ্যাম্পিয়নরা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে 9 উইকেটে 282 রান তুলল ইংল্যান্ড ৷ রুট করলেন 77 রান ৷ কিউয়ি বোলারদের মধ্যে সর্বাধিক 3 উইকেট ম্যাট হেনরির ৷

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 5:47 PM IST

Updated : Oct 5, 2023, 6:52 PM IST

ICC World Cup 2023
ICC World Cup 2023

আমেদবাদ, 5 অক্টোবর: গতবার ফাইনালের পুনরাবৃত্তি দিয়ে ঢাকে কাঠি পড়ল ত্রয়োদশ ক্রিকেট বিশ্বকাপের ৷ প্রাথমিক ধাক্কা সামলে ব্যাট হাতে বিশ্বকাপের শুরুটা ভালোই করল বিশ্ব চ্যাম্পিয়নরা ৷ সৌজন্যে জো রুট ৷ বলা ভালো কিউয়ি বোলারদের দাপটে রুট ছাড়া সফল হতে পারলেন না আর কোনও ইংলিশ ব্যাটার ৷ প্রাক্তন টেস্ট অধিনায়কে 77 রানে ভর করে প্রথমে ব্যাট করে 282 রান (9 উইকেট) তুলল ব্রিটিশরা ৷

আড়ম্বরহীন উদ্বোধনের পর জনি বেয়ারস্টো-জস বাটলারদের ব্যাটে ধুমধাড়াক্কা দেখার অপেক্ষায় ছিল মোতেরা ৷ অধিনায়কের ব্যাটে সেই প্রত্যাশার আংশিক প্রতিফলন হলেও নিরাশ করলেন বেয়ারস্টো ৷ ব্যর্থ হলেন আরেক ওপেনার ডেবিড মালানও ৷ একশো পেরিয়েই চার উইকেট খোয়ানো ব্রিটিশরা হালে পানি পায় জো রুটের ব্যাটে ৷ পঞ্চম উইকেটে জস বাটলারকে সঙ্গে নিয়ে মূল্যবান 70 রানের জুটি বাঁধেন তিনি ৷ ম্যাট হেনরি-মিচেল স্যান্টনারদের চ্যালেঞ্জ সামলে অ্যাঙ্কর ইনিংস আসে রুটের ব্যাটে ৷

ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে একমাত্র অর্ধশতরান এল তাঁরই ব্যাটে ৷ 86 বলে রুটের 77 রানের ইনিংসে ছিল 4টি চার এবং একটি ছয় ৷ অর্ধশতরানের পথে এগোচ্ছিলেন বাটলারও ৷ কিন্তু হেনরি একটি গুড লেংথ ডেলিভারিতে ঠকে যান ইংরেজ অধিনায়ক ৷ 2টি চার, 2টি ছয় মেরে 43 বলে 43 রান করে আউট হন স্টাম্পার-ব্যাটার ৷

আরও পড়ুন:বিশ্বকাপের মঞ্চে সেরা পাঁচ ফিল্ডার কারা, জেনে নিন বিস্তারিত

46তম ওভারে 252 রানে 9 উইকেট হারানোর পর 'থ্রি-লায়ন্স'কে দেখে একসময় মনে হচ্ছিল এই বুঝি অল-আউট হয়ে যাবে তাঁরা ৷ কিন্তু অন্তিম উইকেটে 30 রান যোগ স্কোর 282-তে পৌঁছে দেন আদিল রশিদ এবং মার্ক উড ৷ 13 বলে 15 রানে অপরাজিত থাকেন রশিদ ৷ 48 রানে হেনরির তিন উইকেটের পাশে মোতেরার পিচে উজ্জ্বল ইংরেজ স্পিনাররাও ৷ 2টি করে উইকেট গিয়েছে স্যান্টনার এবং ফিলিপ্সের ঝুলিতে ৷ একটি উইকেট পেলেও 10 ওভারে 76 রান খরচ করেছেন রচিন রবীন্দ্র ৷

Last Updated : Oct 5, 2023, 6:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details