আমেদবাদ, 5 অক্টোবর: গতবার ফাইনালের পুনরাবৃত্তি দিয়ে ঢাকে কাঠি পড়ল ত্রয়োদশ ক্রিকেট বিশ্বকাপের ৷ প্রাথমিক ধাক্কা সামলে ব্যাট হাতে বিশ্বকাপের শুরুটা ভালোই করল বিশ্ব চ্যাম্পিয়নরা ৷ সৌজন্যে জো রুট ৷ বলা ভালো কিউয়ি বোলারদের দাপটে রুট ছাড়া সফল হতে পারলেন না আর কোনও ইংলিশ ব্যাটার ৷ প্রাক্তন টেস্ট অধিনায়কে 77 রানে ভর করে প্রথমে ব্যাট করে 282 রান (9 উইকেট) তুলল ব্রিটিশরা ৷
আড়ম্বরহীন উদ্বোধনের পর জনি বেয়ারস্টো-জস বাটলারদের ব্যাটে ধুমধাড়াক্কা দেখার অপেক্ষায় ছিল মোতেরা ৷ অধিনায়কের ব্যাটে সেই প্রত্যাশার আংশিক প্রতিফলন হলেও নিরাশ করলেন বেয়ারস্টো ৷ ব্যর্থ হলেন আরেক ওপেনার ডেবিড মালানও ৷ একশো পেরিয়েই চার উইকেট খোয়ানো ব্রিটিশরা হালে পানি পায় জো রুটের ব্যাটে ৷ পঞ্চম উইকেটে জস বাটলারকে সঙ্গে নিয়ে মূল্যবান 70 রানের জুটি বাঁধেন তিনি ৷ ম্যাট হেনরি-মিচেল স্যান্টনারদের চ্যালেঞ্জ সামলে অ্যাঙ্কর ইনিংস আসে রুটের ব্যাটে ৷