কলকাতা, 6 জুন: বুধবার থেকে সেরা টেস্ট দলের তাজের লড়াইয়ে নামছে ভারত এবং অস্ট্রেলিয়া ৷ তবে ইংল্যান্ডের আবহাওয়া বিশ্বের যে কোনও ক্রিকেট দলের পক্ষে সবসময় কঠিন পরিবেশ তৈরি করে ৷ আর সেখানে অতিরিক্ত স্যুইং ব্যাটারদের কাজটাকে আরও কঠিন করে তোলে ৷ আর সেই কঠিন দায়িত্ব সামলানোর দায়িত্ব থাকবে শুভমন গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানের উপর ৷ আর এই ম্যাচের আগে ভারতের শক্তি এবং পরিস্থিতি নিয়ে ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং জাতীয় নির্বাচক দিলীপ বেঙ্গসরকর ৷
ভারতের হাতে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, উমেশ যাদব এবং জয়দেব উনাদকটের মতো পেস ও সিম বোলার রয়েছে ৷ আর তাঁদের নিয়ে আত্মবিশ্বাসী শোনাল বেঙ্গসকরকে ৷ তবে, কোন বোলার বেশি প্রভাব ফেলতে পারেন ? যে প্রশ্নে কোনও একজনকে বাছতে নারাজ তিনি ৷ বেঙ্গসরকর বলেন, ‘‘সেরা বোলারদের মধ্যে যে কোনও একজনকে বেছে নেওয়াটা মোটেই উচিত হবে না ৷ মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকট যে কেউ ভালো করতে পারে ৷’’
তবে, টুর্নামেন্টে ভারত ও অস্ট্রেলিয়া তাদের অন্যতম সেরা দুই বোলারকে পাবে না ৷ জসপ্রীত বুমরা এবং জস হেজলউড ৷ তবে, বুমরাকে নিয়ে ভাবতে নারাজ প্রাক্তন জাতীয় নির্বাচক ৷ ভারতীয় ক্রিকেটের 'কর্নেল' বলেন, ‘‘আমি বুমরার প্রসঙ্গ আনতে চাই না ৷ ও এই ফাইনালের বাইরে বহুদিন আগে থেকেই ৷ আমরা শুধু তাঁদের নিয়ে আলোচনা করব, যাঁরা খেলবে ৷’’
আরও পড়ুন:টেস্ট সেরার লড়াইয়ে পেস বনাম ব্যাটিং দ্বৈরথে ভারত ও অস্ট্রেলিয়া