কলকাতা, 25 মে : কলকাতা ময়দানের গুরুত্বপূর্ণ অংশ মাঠকর্মী বা মালিরা ৷ ঘূর্ণিঝড় যশের প্রভাব থেকে এই মাঠকর্মীদের বাঁচাতে উদ্যোগী হল বঙ্গ ক্রিকেট সংস্থা ৷ ঝড়বৃষ্টি থেকে মাঠকর্মীদের রক্ষা করতে ইডেন গার্ডেন্সের গ্যালারির নিচে অস্থায়ী আস্তানা তৈরি করে দিয়েছে সিএবি ৷
রাজ্যে প্রভাব ফেলতে শুরু করেছে ঘূর্ণিঝড় যশ ৷ ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ সঙ্গে ঝোড়ো হাওয়া ৷ এই অবস্থায় স্বাভাবিকভাবেই বিপাকে পড়বে কলকাতা ময়দানের মাঠকর্মীরা ৷ গতবছরের আমফানের পর থেকে যা স্পষ্ট ৷ ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের আশপাশে থাকা বিভিন্ন ক্লাবের মাঠকর্মীরা চরম সমস্যায় পড়েছিলেন ৷ ময়দানের অধিকাংশ মাঠকর্মীই সংশ্লিষ্ট ক্লাবের তাঁবুতে থাকেন ৷ কিন্তু ঘূর্ণিঝড়ের দাপটে সেগুলির অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল ৷ কয়েকদিন ধরে পানীয় জল, বিদ্যুতের সমস্যা ছিল ৷