পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ময়দানের মাঠকর্মীদের পাশে সিএবি, ইডেনের গ্যালারিতে অস্থায়ী আস্তানা - cyclone yaas news

আমফানের সময় ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের আশপাশে থাকা বিভিন্ন ক্লাবের মাঠকর্মীরা চরম সমস্যায় পড়েছিলেন ৷

Eden Gardens
Eden Gardens

By

Published : May 25, 2021, 9:44 AM IST

কলকাতা, 25 মে : কলকাতা ময়দানের গুরুত্বপূর্ণ অংশ মাঠকর্মী বা মালিরা ৷ ঘূর্ণিঝড় যশের প্রভাব থেকে এই মাঠকর্মীদের বাঁচাতে উদ্যোগী হল বঙ্গ ক্রিকেট সংস্থা ৷ ঝড়বৃষ্টি থেকে মাঠকর্মীদের রক্ষা করতে ইডেন গার্ডেন্সের গ্যালারির নিচে অস্থায়ী আস্তানা তৈরি করে দিয়েছে সিএবি ৷

রাজ্যে প্রভাব ফেলতে শুরু করেছে ঘূর্ণিঝড় যশ ৷ ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ সঙ্গে ঝোড়ো হাওয়া ৷ এই অবস্থায় স্বাভাবিকভাবেই বিপাকে পড়বে কলকাতা ময়দানের মাঠকর্মীরা ৷ গতবছরের আমফানের পর থেকে যা স্পষ্ট ৷ ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের আশপাশে থাকা বিভিন্ন ক্লাবের মাঠকর্মীরা চরম সমস্যায় পড়েছিলেন ৷ ময়দানের অধিকাংশ মাঠকর্মীই সংশ্লিষ্ট ক্লাবের তাঁবুতে থাকেন ৷ কিন্তু ঘূর্ণিঝড়ের দাপটে সেগুলির অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল ৷ কয়েকদিন ধরে পানীয় জল, বিদ্যুতের সমস্যা ছিল ৷

আরও পড়ুন : দু হাজার অক্সিজেন কনসেনট্রেটর দান করবে সৌরভের বোর্ড

তাই এবার আগেভাগেই সতর্ক সিএবি ৷ ময়দানের মালিদের আশ্রয় দিতে ইডেনের গ্যালারির নিচে ব্যবস্থা করে দিয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ৷ আজ সন্ধ্যা থেকে 28 তারিখ সকাল পর্যন্ত সেখানে থাকতে পারবেন তাঁরা ৷ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সিএবির পক্ষ থেকে ৷ এই বিষয়ে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেছেন, "মাঠকর্মীরা ময়দানের গুরুত্বপূর্ণ অংশ ৷ বিপদের সময় তাঁদের সুরক্ষা দেওয়াটা আমাদের কর্তব্য ৷ "

ABOUT THE AUTHOR

...view details