পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 7, 2022, 4:05 PM IST

ETV Bharat / sports

Richa Ghosh in Women CWC Squad : রিচা বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস শিলিগুড়িতে

আইসিসি মহিলা বিশ্বকাপ 2022’র (Women CWC 2022) জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছেন বাংলা তথা শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ ৷ আর তাঁর এই সুযোগ পাওয়ার খবর পেতেই উচ্ছ্বাস শিলিগুড়িতে (Richa Ghosh in Women CWC Squad) ৷ শুভেচ্ছা জানাতে, রিচার বাড়িতে যান অনেকে ৷ তবে, কোভিডবিধি মেনে দূরত্ব বজায় রেখে অনুরাগীদের সঙ্গে দেখা করছেন তিনি ৷ শীঘ্রই ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন রিচা ৷

Richa Ghosh in Women CWC Squad
Richa Ghosh in Women CWC Squad

শিলিগুড়ি, 7 জানুয়ারি : মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের 15 জনের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ (Richa Ghosh in Women CWC Squad) । আর সেই খবর পাওয়ার পরেই উচ্ছ্বাস রিচার শহর শিলিগুড়িতে ৷ এর আগে মহিলা টি-20 বিশ্বকাপে ভারতীয় মহিলা দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বঙ্গতনয়া রিচা ঘোষ ৷ এমনকি উইকেটকিপার ব্যাটার হিসেবে তিনি ভারতীয় দলের নিয়মিত সদস্যও ৷ ইতিমধ্যে, অস্ট্রেলিয়ার মহিলাদের টি-20 লিগ বিগব্যাশেও সুযোগ পেয়েছেন রিচা ৷ আর এ বার 50 ওভারের বিশ্বকাপে (Women CWC 2022) ভারতীয় মহিলা ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন তিনি ৷

রিচার বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলে জায়গা করে নেওয়ার খবর পেতেই আনন্দে মাতোয়ারা শিলিগুড়ি শহরের বাসিন্দারা ৷ বর্তমানে কলেজ পাড়ায় নিজের বাড়িতেই রয়েছেন রিচা ৷ এদিন সকালে প্রথমে দিদির থেকেই জানতে পারেন, ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তিনি ৷ সেই খবর পেয়ে শিলিগুড়ি ক্রিকেট লার্ভাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা তাঁর বাড়িতে হাজির হন ৷ রিচাকে ফুল ও কেক দিয়ে শুভেচ্ছা জানায় ওই সংগঠন ৷ আর ভারতের হয়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে রিচা নিজেও খুব খুশি ৷

রিচা বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস শিলিগুড়িতে

আরও পড়ুন : ICC Women's World Cup 2022 : বাইশের বিশ্বকাপে নেতৃত্বে মিতালি, দলে ঝুলন-সহ বাংলার তিন ক্রিকেটার

এদিন রিচা বলেন, ‘‘খুব ভাল লাগছে বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে । নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব ৷’’ আর প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে রিচা বলেন, ‘‘ভাল করে অনুশীলন করব ৷ নিজের সেরাটা দেব ৷ একাদশে রাখার ব্যাপার সবটাই কোচ ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ৷’’ এর আগে টি-20 বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা অন্যরকম ছিল বলে জানিয়েছেন রিচা ৷ আর আগামী দিনে বিশ্বকাপের অভিজ্ঞতা অন্যরকম হবে বলেই মনে করছেন তিনি ৷

আরও পড়ুন : Chakda Xpress Teaser : চাকদা এক্সপ্রেসের টিজার নিয়ে হাজির অনুষ্কা, ঝুলনে মজে বিরাট-পত্নী

কিছুদিন আগে বিগব্যাশেও খেলেছেন রিচা ঘোষ ৷ সেখানকার অভিজ্ঞতা বিশ্বকাপে যথেষ্ট কাজে লাগবে বলে জানিয়েছেন ভারতের এই উইকেটকিপার ব্যাটার ৷ এ ছাড়া ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যান্য সিনিয়র ক্রিকেটারদের থেকে সবসময় সহযোগিতা পান বলে জানান রিচা ৷ তবে, শিলিগুড়িতে বাড়তে থাকা করোনা সংক্রমণ নিয়ে বেশ চিন্তিত রিচা ৷ ফলে অনুশীলন নিয়ে যেমন একটু চিন্তা হচ্ছে ৷ তেমনি নিজেকে সুরক্ষিত রাখতে আপাতত ঘরবন্দি থাকছেন ৷ সেভাবে বাড়ি থেকেও বের হচ্ছেন না ৷ কারণ, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফর রয়েছে ৷ সেই সফরের জন্য আর কয়েকদিনের মধ্যে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে রিচা ঘোষকে ৷ তার আগে কঠোর কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁকে ৷ ফলে সংক্রমণ থেকে বাঁচতে কোনওরকম গাফিলতি রাখতে নারাজ রিচা ৷

ABOUT THE AUTHOR

...view details