ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইংল্যান্ডের বিরুদ্ধে জিতেও জরিমানা পাকিস্তানের - jofra archer

ইংল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত সময়ে 50 ওভার শেষ না করতে পারায় জরিমানা করা হল পাকিস্তানের ক্রিকেটারদের ।

ইংল্যান্ডের বিরুদ্ধে জিতেও জরিমানা পাকিস্তানের
author img

By

Published : Jun 5, 2019, 11:18 AM IST

লন্ডন, 5 জুন : উইন্ডিজ়ের বিরুদ্ধে একতরফা হারের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে দুরন্ত জয় পাকিস্তানের । তবে জিতেও স্বস্তি নেই সরফরাজ়দের । ইংল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত সময়ে 50 ওভার শেষ না করতে পারায় জরিমানা করা হল পাকিস্তানের ক্রিকেটারদের ।

ICC জানিয়েছে, স্লো ওভার রেটের জন্য পাকিস্তানের অধিনায়ক সরফরাজ়ের ম্যাচ ফি'র 20 শতাংশ কেটে নেওয়া হবে । শাস্তির আওতায় পড়েছে দলের বাকি ক্রিকেটাররাও । তাঁদেরও ম্যাচ ফি'র 10 শতাংশ জরিমানা করা হয়েছে ।

in article image
জোফ্রা আর্চার

এদিকে সেই ম্যাচেই ICC-র আচরণবিধি ভাঙার জন্য শাস্তি হল ওপেনার জেসন রয় ও পেসার জোফ্রা আর্চারের । মাঠে অভদ্র আচরণ এবং অশ্রাব্য শব্দ ব্যবহারের জন্য জরিমানা হল জেসন রয়ের । যার জেরে তাঁর ম্যাচ ফি-র 15 শতাংশ জরিমানা করেছেন রেফারি জেফ ক্রো । পাশাপাশি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার জন্য তাঁর ম্যাচ ফি-র 15 শতাংশ জরিমানা হয়েছে জোফ্রা আর্চারেরও ।

ABOUT THE AUTHOR

...view details