পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

10 উইকেটে লঙ্কাবধ নিউজ়িল্যান্ডের - new zealand win cardiff match

10 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে 2019 বিশ্বকাপ অভিযান শুরু করল নিউজিল্যান্ড। 33.5 ওভার হাতে নিয়ে দুরন্ত জয় কিউয়িদের।

লঙ্কাবধ নিউজ়িল্যান্ডের

By

Published : Jun 1, 2019, 10:59 PM IST

Updated : Jun 1, 2019, 11:13 PM IST

কার্ডিফ, 1 জুন : শ্রীলঙ্কাকে 10 উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল বিশ্বকাপের কালো ঘোড়া নিউজ়িল্যান্ড । 33.5 ওভার বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় ব্ল্যাক ক্যাপ শিবির । শ্রীলঙ্কার দেওয়া 137 রানের লক্ষ্য মাত্র 16.1 ওভারেই তুলে ফেলেন কিউয়ি ওপেনাররা ।

টসে জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠান ব্ল্যাক ক্যাপ অধিনায়ক কেন উইলিয়ামসন । প্রথম ওভারেই থিরিমান্নেকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন ম্যাট হেনরি । এরপর কুশল পেরেরাকে সঙ্গী করে শ্রীলঙ্কার ইনিংস টানেন দিমুথ করুনারত্নে । নবম ওভারে পর পর পেরেরা ও মেন্ডিসকে ফিরিয়ে লঙ্কা শিবিরের ভিত নড়িয়ে দেন ম্যাট হেনরি । শ্রীলঙ্কার স্কোর তখন 3 উইকেট হারিয়ে 46 রান । ধনঞ্জয় ডি সিলভাকে ফিরিয়ে লঙ্কানদের পরের ধাক্কাটা দেন লকি ফার্গুসন । ওদিকে ক্রিজের অন্য প্রান্ত তখনও ধরে রেখেছেন দিমুথ করুনারত্নে । এরপর এলেন আর ফিরে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ় ও জীবন মেন্ডিস । সপ্তম উইকেটে থিসারা পেরেরকে সঙ্গী করে কিউয়ি বোলিং লাইন আপের সামনে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন করুনারত্নে । দলের 112 ও ব্যাক্তিগত 27 রানে সাজঘরে ফেরেন পেরেরা । শেষ দুই উইকেটে অতিনাটকীয় কিছু করতে পারেনি শ্রীলঙ্কা । 29.2 ওভারে 136 রানে শেষ হয়ে তাঁদের ইনিংস । 52 রান করে একাই লড়লেন দিমুথ করুনারত্নে । ম্যাট হেনরি ও লকি ফার্গুসন তিনটি করে উইকেট পান।

137 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে থাকেন দুই কিউয়ি ওপোনার মার্টিন গাপ্টিল ও কলিন মুনরো । মাত্র 16.1 ওভারে জয় ছিনিয়ে নেন তাঁরা । 21 বলে 73 রান করেন গাপ্টিল । কলিন মুনরো 58 রান করেন 47 বলে।

দুরন্ত জয় দিয়ে বিশ্বযুদ্ধ শুরু করে বেশ উজ্জীবিত কিউয়িরা । 5 জুন ওভালে দ্বিতীয় ম্যাচে তাদের সামনে বাংলাদেশ । এদিকে প্রথম ম্যাচে বিশ্রীভাবে হেরে বেশ ব্যাকফুটে শ্রীলঙ্কা । পাকিস্তানের বিরুদ্ধে লঙ্কানদের পরের ম্যাচ 7 জুন ব্রিস্টলে।

Last Updated : Jun 1, 2019, 11:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details