সাউদাম্পটন, 4 জুন : অধিনায়ক হিসেবে বিশ্বকাপ অভিষেকের আগে স্টেইন-এনডিগি বিহীন দক্ষিণ আফ্রিকাকে সমীহ করছেন বিরাট কোহলি। আগামী কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। প্রথম ম্যাচে নামার আগে বেশ আত্মবিশ্বাসী মেন ইন ব্লুরা।
বিশ্বকাপে দেরিতে মাঠে নামছে ভারত। এই নিয়ে ভারত অধিনায়ক বলেছেন, "এই সময়টা আমাদের অনেক কিছু শেখার রয়েছে, যারা জিতছে তারা কী ভাবে ম্যাচের বিভিন্ন পর্যায়ে তাদের খেলায় বৈচিত্র্য আনছে । আমরা সবার শেষে মাঠে নমছি এই দিক থেকে আমরা অনেক ইতিবাচক বিষয় শিখতে পেরেছি। তবে প্রথমে নামা বা শেষে নামা ম্যাচে খুব একটা প্রভাব ফেলে না । বরং দুই দলে পার্থক্য গড়ে ম্যাচের দিন কে কেমন মানসিকতা নিয়ে নামছে। আমরাও মানসিকতা ও দক্ষতায় বিপক্ষের থেকে এগিয়ে মাঠে নামব এবং শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিতে তৈরি থাকব।"