পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্টেইনহীন প্রোটিয়াদের সমীহ করছেন ভারত অধিনায়ক - icc world cup 2019

সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। মেগা ম্যাচের আগে চোট আঘাতে কোণঠাসা দক্ষিণ আফ্রিকা।

দুই সেনাপতি

By

Published : Jun 4, 2019, 10:03 PM IST

Updated : Jun 4, 2019, 11:59 PM IST

সাউদাম্পটন, 4 জুন : অধিনায়ক হিসেবে বিশ্বকাপ অভিষেকের আগে স্টেইন-এনডিগি বিহীন দক্ষিণ আফ্রিকাকে সমীহ করছেন বিরাট কোহলি। আগামী কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। প্রথম ম্যাচে নামার আগে বেশ আত্মবিশ্বাসী মেন ইন ব্লুরা।

বিশ্বকাপে দেরিতে মাঠে নামছে ভারত। এই নিয়ে ভারত অধিনায়ক বলেছেন, "এই সময়টা আমাদের অনেক কিছু শেখার রয়েছে, যারা জিতছে তারা কী ভাবে ম্যাচের বিভিন্ন পর্যায়ে তাদের খেলায় বৈচিত্র্য আনছে । আমরা সবার শেষে মাঠে নমছি এই দিক থেকে আমরা অনেক ইতিবাচক বিষয় শিখতে পেরেছি। তবে প্রথমে নামা বা শেষে নামা ম্যাচে খুব একটা প্রভাব ফেলে না । বরং দুই দলে পার্থক্য গড়ে ম্যাচের দিন কে কেমন মানসিকতা নিয়ে নামছে। আমরাও মানসিকতা ও দক্ষতায় বিপক্ষের থেকে এগিয়ে মাঠে নামব এবং শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিতে তৈরি থাকব।"

ভিডিয়োয় শুনুন

পেসার-স্পিনার কম্বিনেশনে বৈচিত্র্যপূর্ণ স্কোয়াড নিয়ে বিলেত গেছেন রবি শাস্ত্রী-বিরাট কোহলি। পরিস্থিতি অনুযায়ী পেসার ও স্পিনার ব্যাবহার করার সুযোগ রয়েছে ভারতীয় দলের।

2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পরাজয় থেকে শিক্ষা নিয়ে বিশ্বকাপের আগে বেশ সতর্ক ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক। দলের ক্রিকেটারদের নিজেদের সেরা খেলা তুলে ধরতে বলেছেন ভারত অধিনায়ক।

এদিকে পর পর দুটো ম্যাচ হারা দক্ষিণ আফ্রিকা বেশ কোণঠাসা। দলের সেরা অস্ত্র ডেল স্টেইন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। আগামীকালের ম্যাচে অনিশ্চিত লুঙ্গি এনডিগিও। বাংলাদেশ ম্যাচে নামতে পারেননি হাসিম আমলা। প্রায় মিনি হাসপাতালের চেহারে নিয়েছে প্রোটিয়া শিবির। দলের মানসিক অবস্থাও তলানিতে। ভারতের বিরুদ্ধে নামার আগে টিম স্পিরিট ফেরানোই বড় চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডুপ্লেসিসের।

Last Updated : Jun 4, 2019, 11:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details