পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শামির হ্যাটট্রিক, আফগানদের হারিয়ে বিশ্বকাপে জয়ের ধারা বজায় রাখল ভারত - shami

তুলনামূলক সহজ প্রতিপক্ষ আফগানিস্তানকে হারাতে বেশ বেগ পেতে হলেও শেষ পর্যন্ত বুমরার দুরন্ত বোলিং ম্যাচ জেতায় ভারতকে ।

আফগানদের হারিয়ে বিশ্বকাপে জয়ের ধারা বজায় রাখল ভারত

By

Published : Jun 22, 2019, 11:03 PM IST

Updated : Jun 22, 2019, 11:47 PM IST

সাউদহ্যাম্পটন, 22 জুন : 11 রানে আফগানিস্তানকে হারিয়ে চলতি বিশ্বকাপে অপরাজিত থাকল ভারত । তুলনামূলক সহজ প্রতিপক্ষ আফগানিস্তানকে হারাতে বেশ বেগ পেতে হলেও শেষ পর্যন্ত বুমরার দুরন্ত বোলিং ম্যাচ এনে দেয় ভারতকে । 2টি করে উইকেট নিয়ে বুমরাকে যোগ্য সঙ্গত দেন চাহাল ও হার্দিক পান্ডিয়া । বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিক সহ 4টি উইকেট নেন মহম্মদ শামি । আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ 52 রান করেন মহম্মদ নবি ।

225 তাড়া করলেই চলতি বিশ্বকাপে প্রথম জয় আসবে আফগানদের ঝুলিতে । এই অবস্থায় ব্যাট করতে নেমে ভারতীয়দের ভালো বোলিংয়ের জেরে প্রথমেই চাপে পড়েন গুলবদিনরা । 225 তাড়া করতে নেমে প্রথম দশ ওভারে মাত্র 37 রান তোলেন আফগানরা । প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত প্রথম স্পেল মহম্মদ শামির । 4 ওভারে মাত্র 6 রান দিয়ে আফগানদের প্রথম উইকেটটি তুলে নেন তিনি । শেষ ওভারে মহম্মদ নবির উইকেট সহ হ্যাট্রিক নেন শামি । অপর ওপেনার গুলবদিনকে ফেরান হার্দিক । এর পর 28তম ওভারে রহমত শাহ ও হাশমাতুল্লা শাহিদিকে আউট করেন বুমরা ।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করেও আফগানিস্তানের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ টিম ইন্ডিয়া । 8 উইকেট হারিয়ে মাত্র 224 রান তোলেন বিরাটরা । ভালো শুরু করেও বড় রান পেলেন না অধিনায়ক বিরাট কোহলি । ভারত অধিনায়ক বিরাট কোহলি 63 বলে 67 রান করে আউট হন । ফলে আফগানদের বিরুদ্ধে সচিন-লারাকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে 20 হাজার রানের মাইলফলক স্পর্শ করা হয়নি ভারত অধিনায়কের । 52 রান করে ভারতকে সম্মানজনক জায়গায় নিয়ে যান কেদার যাদব ।

আফগানিস্তানের হয়ে 2টি করে উইকেট নেন মহম্মদ নবি ও গুলবদিন নাইব । একটি করে উইকেট নেন মুজিব উর রহমান, রশিদ খান এবং রহমত শাহ । মূলত মুজিব, নবি, রশিদ খানদের নিয়ন্ত্রিত বোলিংয়েই ভারতকে কম রানে আটকে রাখে আফগানিস্তান ।

Last Updated : Jun 22, 2019, 11:47 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details