ম্যানচেস্টার, 16 জুন : সাতে সাত । ফের একবার বিশ্বকাপে পাকিস্তানকে হারাল ভারতীয় দল । ধরে রাখল অপরাজিত তকমা ।
পরিসংখ্যান বলছে, দু'দেশের মুখোমুখি লড়াইয়ে বেশ খানিকটা এগিয়ে পাকিস্তান । কিন্তু, ICC আয়োজিত কোনও প্রতিযোগিতায় বারবার ভারতের কাছে পর্যুদস্ত হয়েছে পাকিস্তান । এদিনও তার অন্যথা হল না ।
এই সংক্রান্ত আরও খবর : সচিনকে টপকে রেকর্ড বিরাটের !
আজ টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ় আহমেদ । যদিও তাঁর এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় । শুরুটা দারুণ করে রোহিত-রাহুল জুটি । ওপেনিং জুটিতে তাঁরা তোলেন 136 রান । ব্যক্তিগত 57 রান করে আউট হন লোকেশ রাহুল । এরপর চার-ছক্কার ফুলঝুড়ি ফোটাতে থাকেন রোহিত শর্মা, বিরাট কোহলি । রোহিত নিজের 24 তম শতরান পূর্ণ করেন । শেষপর্যন্ত 140 রানে আউট হন তিনি । মাত্র 113 বল খেলে তিনি এই রান করেন । দলীয় 234 রানের মাথায় আউট হন রোহিত । এরপর ক্রিজ়ে আসেন পান্ডিয়া । তিনি 19 বলে 26 রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলেন । শেষদিকে কোহলিও (77) আউট হন নিজের দোষে । তার আগে অবশ্য তিনি অর্ধ শতরান পূর্ণ করেন । ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়, কোহলি আর কিছুক্ষণ ক্রিজ়ে থাকলে ভারত 350-র গন্ডি টপকে যেত । যদিও তা হয়নি । নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 336 রান তোলে ভারত ।