পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্বকাপে পাকিস্তানের ভাগ্য নির্ধারণ করতে পারে বাবর আজ়মের ফর্ম - micky arthur

বিশ্বকাপের মঞ্চে নিজেদের নতুনভাবে মেলে ধরতে পাকিস্তান তাকিয়ে বাবর আজ়মের দিকে । তিন নম্বরে নেমে ধারাবাহিক ভাবে ভালো রান করে চলেছেন তিনি ।

বাবর আজ়মের ফর্ম

By

Published : May 30, 2019, 10:43 PM IST

লন্ডন, 30 মে : ক্রিকেট বিশ্বের সবচেয়ে অনিশ্চয়তায় ভরা দল পাকিস্তান । 1992 সালে ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল । সেটাই এখনও পর্যন্ত তাদের একমাত্র বিশ্বকাপ জয় । এই বারের বিশ্বকাপে দলের সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে পাকিস্তানের কোচ মিকি আর্থার জানিয়েছেন, বিশ্বকাপের মঞ্চে নিজেদের নতুনভাবে মেলে ধরতে পাকিস্তান তাকিয়ে বাবর আজ়মের দিকে । বছর চব্বিশের ক্রিকেটারটি তিন নম্বরে নেমে ধারাবাহিক ভাবে ভালো রান করে চলেছেন । নটিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করে বিশ্বকাপে ভালো খেলার ইঙ্গিত দিয়েছেন । একইভাবে ওপেনার ইমাম উল হক পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে নির্ভরতা দিতে পারেন বলে মত মিকির ।

1975 সালে শুরু হওয়া ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি আসরেই দারুন সম্ভাবনার নাম পাকিস্তান । কুড়ি বছর পরে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ । 1999 সালে ওয়াসিম আক্রমের নেতৃত্বাধীন দল বিশ্বকাপ ফাইনাল খেলেছিল । অস্ট্রেলিয়ার কাছে হারলেও তারা লড়াই করেছিল । তবে মাঝের কুড়ি বছরে পাক ক্রিকেটের গ্রাফ নিম্নমুখী । অবশ্য ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান বরাবরই ভালো খেলে । দু'বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে ফাইনালে হারিয়ে কাপ জিতেছিলেন সরফরাজ় আহমেদরা ।

বিশেষজ্ঞরা বলছেন যেকোনও বড় রান তাড়া করার ক্ষমতা এই দলের রয়েছে । বাবর আজ়ম, ফকর জ়মান, ইমাম উল হকরা নিয়মিত রান পাচ্ছেন । পাশাপাশি শোয়েব মালিক ও মহম্মদ হাফিজ়ের অভিজ্ঞতা পাকিস্তানকে ভরসা দিচ্ছে । তবে পাকিস্তানের বড় ভরসা তাদের বোলিং । ইংল্যান্ডের আবহওয়ায় বল হাতে পাকিস্তানের বোলাররা চিরকালই ভয়ঙ্কর । এবারের বিশ্বকাপে মহম্মদ আমিরের ফর্মে থাকা পাকিস্তানের পক্ষে জরুরি । একই সঙ্গে শাদাব খান ও ইমাদ ওয়াসিম প্রতিশ্রুতিমান স্পিনার হিসেবে নজর কাড়তে পারেন ।

তবে সাম্প্রতিক কালে বড় সাফল্য না থাকায় পাকিস্তানের আত্মবিশ্বাস তলানিতে । জুনাইদ খান, হাসান আলি, ইমাদ ওয়াসিমের মত বোলাররা বিশ্বকারপের আগে ইংল্যান্ড সিরিজ়ে নজর কাড়তে ব্যর্থ । তার উপর অধিনায়ক সরফরাজ়ের দল পরিচালনায় চমক কম । ফলে পাকিস্তানের সাফল্য ব্যক্তি নির্ভর ।

ABOUT THE AUTHOR

...view details