মুম্বই, 21 জুলাই : 2018-র জানুয়ারিতে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্টটি খেলেছিলেন ঋদ্ধিমান সাহা । এরপর কাঁধের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ফের জাতীয় দলে ফিরলেন তিনি । গত বছর অগাস্টে কাঁধে অস্ত্রোপচার হয়েছিল তাঁর । এদিকে ঋদ্ধির পাশাপাশি দলে আছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করা ঋষভ পন্থ । অধিনায়ক বিরাট কোহলি বারবারই ঋদ্ধিকেই ভারতের সেরা টেস্ট উইকেটরক্ষক বলেছেন । কিন্তু গত একবছরে ধূমকেতুর গতিতে ঋষভ পন্থের উত্থানে অনেক কিছুই বদলে গেছে ।
অস্ট্রেলিয়া সফরে তাঁর জাতীয় দলে ফেরার প্রত্যাশা তৈরি হলেও চোট পুরোপুরি সেরে না ওঠায় সুযোগ হারান । আর ঋদ্ধিমানের অনুপস্থিতির পুরো সুযোগ তোলেন পন্থ । ওয়েস্ট ইন্ডিজ় সফরের জন্য তিন ফর্ম্যাটের দল ঘোষণা করার পর নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ স্পষ্ট জানান যে ধোনির অনুপস্থিতিতে ঋষভই দলের প্রথম পছন্দের কিপার । পাশাপাশি টেস্টেও পন্থকে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত দিলেন প্রসাদ ।