দিল্লি, 6 অগাস্ট: ইটস অফিশিয়াল ৷ চলতি বছরে IPL-এর টাইটেল স্পনসর থাকছে না চিনা মোবাইল সংস্থা ভিভো ৷ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল BCCI ৷ IPL-এর টাইটেল স্পনসর থেকে ভিভোর সরে দাঁড়ানোর খবর আগেই প্রকাশ্যে এসেছিল ৷ এবার সেই খবরে সিলমোহর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ এই অবস্থায় ভিভোর বিকল্প হিসেবে ঘোরাফেরা করছে বেশ কিছু নাম ৷ বোর্ডের অন্দরেই কান পাতলে শোনা যাচ্ছে রিলায়েন্স জিও, এয়ারটেল, টাটার মতো সংস্থার নাম ৷ কারণ টাইটেল স্পনসর হিসেবে কোনও ভারতীয় সংস্থাকেই রাখতে চাইছে বোর্ড ৷ তাই এই সুযোগে টাইটেল স্পনসরের দৌড়ে ঢুকে পড়তে পারে শ্রীনিবাসনের ইন্ডিয়া সিমেন্টও ৷
বৃহস্পতিবার মাত্র এক লাইনের বিবৃতি দিয়ে BCCI জানিয়েছে, "BCCI এবং ভিভো মোবাইল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবছর IPL-এর চুক্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷" যদিও কেন বা কী কারণে এই সিদ্ধান্ত, বিবৃতিতে তার কোনও উল্লেখ নেই ৷ 2018 থেকে 2022 পর্যন্ত IPL-এর টাইটেল স্পনসর হিসেবে ভিভোর সঙ্গে 2190 কোটির টাকার চুক্তি ছিল বোর্ডের ৷ কিন্তু, চলতি বছর গালওয়ান ভ্যালিতে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার পর দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের ডাক ওঠে ৷ IPL-এ চিনা স্পনসর রাখার সিদ্ধান্তে সোশাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানায় নেটিজেনরা ৷ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ়িরাও প্রতিবাদ জানায় ৷ লাগাতার বিরোধিতার কারণেই ভারতের বার্ষিক ক্রিকেট উৎসব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় সংস্থাটি ৷