লন্ডন, 26 জুন : পাকিস্তানের বিরুদ্ধে আউট না হয়েও মাঠ ছাড়ায় সমর্থকরা তাঁর উপর রুষ্ট হয়েছিলেন । তবে সেই ঘটনার প্রেক্ষিতে বিরাট কোহলিকে বর্তমান প্রজন্মের জিশু খ্রিষ্টের সঙ্গে তুলনা করলেন প্রাক্তন ইংলিশ স্পিনার গ্রেম সোয়ান ।
বিরাট বর্তমান প্রজন্মের জিশু খ্রিষ্ট, বললেন সোয়ান - pakistan
কোহলিকে নিজের অন্যতম পছন্দের মানুষ বললেন প্রাক্তন ইংলিশ স্পিনার গ্রেম সোয়ান । পাশাপাশি কোহলিকে বর্তমান প্রজন্মের জিশু খ্রিষ্টের সঙ্গে তুলনা করলেন তিনি ।
নিজের পডকাস্ট শো-তে গ্রেম সোয়ান বলেন, "যারা আউট হয়েও ক্রিজ়ে দাড়িয়ে থাকেন আমি চিরকাল তাঁদের অপছন্দ করেছি । যাঁরা ভাবেন আম্পায়ার আউট দিলে প্যাভিলিয়নে ফিরবেন তাঁরা নিজেদের সঙ্গে প্রতারণা করে বলে আমার মনে হয় । অবশ্য বিরাট এতটাই সৎ যে আম্পায়ার আউট না দিলেও তাঁর মনে হয়েছিল তিনি আউট হয়েছেন, তাই তিনি মাঠ ছাড়েন ।"
পাশাপাশি কোহলিকে নিজের অন্যতম পছন্দের মানুষও বলেন সোয়ান । স্টিভ স্মিথকে সমর্থন করার ঘটনাতেও কোহলির প্রশংসা করেন সোয়ান । ভারতের বিরুদ্ধে ওভালে ডিপে ফিল্ডিং করছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ । স্টেডিয়াম থেকে তাঁর দিকে উড়ে আসছিল বিদ্রুপ । বিষয়টি নজরে পড়ে কোহলির । এগিয়ে আসেন তিনি । ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে স্মিথকে উৎসাহিত করতে বলেন ।