পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারত ও বাংলাদেশর সঙ্গে সিরিজ় খেলা নিয়ে আশাবাদী শ্রীলঙ্কা - শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

জুন ও জুলাই মাসে ভারত ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ় খেলার পরিকল্পনা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ৷ সেই মতো ভারতীয় ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে মতামত চেয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ৷

image
শ্রীলঙ্কা

By

Published : May 19, 2020, 11:14 AM IST

কলম্বো, 18 মে : মাঠে ফিরেছে ফুটবল ৷ কোরোনাকে হারিয়ে তবে কি এবার মাঠে ফিরতে চলেছে ক্রিকেটও ? আপাতত সব ঠিক থাকলে জুলাইয়েই শ্রীলঙ্কায় ফিরতে পারে ক্রিকেট ৷ ঘরের মাঠে ভারত ও বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ করতে উদ্যোগী হল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ৷

পরবর্তী দুই মাসে ভারত ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ় খেলার পরিকল্পনা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ৷ সেই মত ভারতীয় ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে মতামত চেয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ৷

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের CEO অ্যাসলে ডি সিলভা এদিন জানান, ‘‘ আমরা ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এই সংক্রান্তে জানতে চেয়ে চিঠি পাঠিয়েছি ৷ আমরা উত্তরের অপেক্ষায় আছি ৷ এখনও পর্যন্ত এই দুটি সিরিজ় কিন্তু স্থগিত করা হয়নি ৷’’

সূচি অনুযায়ী জুনে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে 3টি ওয়ান-ডে ও 3টি টি-20 ম্যাচ খেলার কথা শ্রীলঙ্কার ৷ তারপরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে 3টি টেস্ট খেলার কথা ছিল ম্যাথিউজদের ৷ কিন্তু দুটি সিরিজ়ই আপাতত কোরোনার জন্য আশঙ্কার বেড়াজালে ৷ তবে এই সিরিজ় শুরু করতে হলে, প্রথমেই তিন দেশের পক্ষ থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবার উপর নিষেধাজ্ঞা তুলতে হবে ৷ অথবা ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের শ্রীলঙ্কা যাওয়ার অনুমতি দিতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details