পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফিট থাকলেই অস্ট্রেলিয়া সফরে যেতে পারবে রোহিত : সৌরভ - rohit sharma's fitness

অস্ট্রেলিয়ার মাটিতে ফিট রোহিতকে চাইছে বোর্ড ।

ফিট থাকলেই অস্ট্রেলিয়া সফরে যেতে পারবে রোহিত : সৌরভ
ফিট থাকলেই অস্ট্রেলিয়া সফরে যেতে পারবে রোহিত : সৌরভ

By

Published : Nov 3, 2020, 5:05 PM IST

কলকাতা, 3 নভেম্বর : রোহিত শর্মাকে নিয়ে বোর্ডের অবস্থান স্পষ্ট করে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মাকে পাওয়া নিয়ে বড় ঘোষণা করলেন তিনি । বোর্ড প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, ফিট থাকলেই অস্ট্রেলিয়া সফরে যেতে পারবে হিটম্যান । সৌরভের কথায় আশা আলো দেখছেন রোহিত অনুরাগীরা ।

26 অক্টোবর অস্ট্রেলিয়া সফরের জন্য তিন ফরম্যাটেরই দল ঘোষণা করে ভারতীয় বোর্ড । সেই সফরে নেই হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রোহিত শর্মা । চোটের কারণে গত মাসে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ডবল সুপার ওভারের ম্যাচের পর আর খেলেননি রোহিত । তাঁর পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন কায়রন পোলার্ড । কিন্তু একমাস পরের অস্ট্রেলিয়া সফরের জন্য রোহিতকে বাদ দেওয়ার যুক্তি খুঁজে পায়নি ক্রিকেট বিশেষজ্ঞরা । সোশাল মিডিয়ায় এই নিয়ে বিতর্ক শুরু হলে রোহিতের চোট পরীক্ষা করে বোর্ডের মেডিকেল টিম । যদিও সেই রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি ।

চোটের কারণে একইভাবে বাদ পড়েছেন ইশান্ত শর্মাও । এই বিষয়ে সৌরভ বলেছেন, "আমরা রোহিত ও ইশান্তের উপর নজর রাখছি । ইশান্ত সম্পূর্ণভাবে বাদ পড়েনি । ও টেস্ট সিরিজ়ের অংশ হবে । আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা ফিট রোহিতকে চাইছি । যদি ও ফিট থাকে তাহলে নিশ্চিতভাবে নির্বাচকরা ওর বিষয়টা ভেবে দেখবে ।" বর্তমানে রোহিত UAE-তে থাকলেও রিহ্যাবের জন্য ভারতে ফিরে এসেছেন ইশান্ত শর্মা । নিউ নর্মালে বায়ো বাবল ও কোয়ারানটাইন নিয়ম সত্ত্বেও দুজনকে অস্ট্রেলিয়া উড়িয়ে নিয়ে যাওয়াটা অসুবিধের হবে না । জানিয়েছেন বোর্ড সভাপতি ।

গতবারের ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে ছিল না স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো দুই শক্তিশালী ব্যাটসম্যান । কিন্তু এবার তা হচ্ছে না । তাই কোহলি ব্রিগেডের পক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে ফের অস্ট্রেলিয়াকে হারানোর কাজটা বেশ কঠিন হতে চলেছে । সৌরভের কথায়, "অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া সবসময় শক্তিশালী । স্মিথ ও ওয়ার্নার ফেরায় ওরা আরও শক্তিশালী হয়ে উঠবে । লাবুশানের মতো খেলোয়াড়রা দিন দিন উন্নতি করছে ।"

ভারতের জয়ের সম্ভাবনা কতটা ? দেশের প্রাক্তন অধিনায়ক বলেছেন, "এটা ভারতের কাছে বড় পরীক্ষা । যদিও জেতার মতো ক্ষমতা ওদের রয়েছে । দুটো টিমের জয়ের সম্ভাবনা 50-50 । যারাই ভালো ব্যাট করবে তারাই জিতবে । দারুণ সিরিজ় হবে ।"

ABOUT THE AUTHOR

...view details