মুম্বই, ৩ ফেব্রুয়ারি : সদ্য প্রকাশিত ICC ক্রমতালিকায় মহিলাদের মধ্যে শীর্ষস্থান দখল করলেন ভারতের স্মৃতি মন্ধনা। নিউজ়িল্যান্ডে চলতি এক দিনের সিরিজ়ে দুর্দান্ত ফর্মে আছেন ভারতীয় ওপেনার মন্ধনা। প্রথম ম্যাচে সেঞ্চুরির পরে দ্বিতীয় ম্যাচে অপরাজিত থাকেন ৯০ রানে। ভারতীয় অধিনায়ক মিতালি রাজ এক ধাপ নিচে নেমেছেন ক্রমতালিকায়। তিনি আছেন পাঁচে।
একদিনের ক্রিকেটে শীর্ষে স্মৃতি মন্ধনা - mumbai
সদ্য প্রকাশিত ICC ক্রমতালিকায় মহিলাদের মধ্যে শীর্ষস্থান দখল করলেন ভারতের স্মৃতি মন্ধনা।
smriti
ক্রমতালিকায় তিন ধাপ লাফিয়ে এক নম্বরে আসার কারণ চলতি মরশুমে মন্ধনার ধারাবাহিকতা। শেষ ১৫ ম্যাচে দুটি সেঞ্চুরির পাশাপাশি করেন ৮টি হাফ সেঞ্চুরি।
বোলারদের মধ্যে প্রথম দশে রয়েছেন তিনজন ভারতীয় স্পিনার। চার নম্বরে আছেন ঝুলন গোস্বামী। তা ছাড়া পাঁচ ধাপ উপরে উঠে এসেছেন পুনম যাদব ও দীপ্তি শর্মা দুই জনেই। পুনম আছেন ক্রমতালিকায় ৮ নম্বরে। তাঁর থেকে এক ধাপ নিচে আছেন দীপ্তি শর্মা।