সিডনি, 11 জানুয়ারি : সিডনির ম্যাচ শেষে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বর্ণবৈষম্যের ঘটনায় সরব ভারতের দায়িত্বপ্রাপ্ত টেস্ট অধিনায়ক অজিঙ্ক রাহানে। পিঙ্ক টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনে জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না বলে এদিন জানিয়েছেন তিনি। গোটা ঘটনায় সরকারিভাবে ভারতীয় দল অভিযোগ জানিয়েছে। এখন পুরো বিষয়টি নিয়ে আইসিসি এবং ক্রিকেট অস্ট্রেলিয়া ব্যবস্থা নেবে।
বুমরা ও সিরাজের সঙ্গে যা ঘটেছে, তা মেনে নেওয়া যায় না: রাহানে - জসপ্রিত বুমরা
সিডনির দর্শকদের এই আচরণে পুরো ভারতীয় দল খুবই হতাশ। সাংবাদিক বৈঠকে অজিঙ্ক রাহানে বলেন, “ দেখুন আমরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছি। তারাই এখন বিষয়টি দেখছেন। আমি নিজে ম্যাচ রেফারি এবং আম্পায়ারের কাছে অভিযোগ জানিয়েছি। মাঠে যে ঘটনা ঘটেছে তা মেনে নেওয়া যায় না।"
রাহানে আরও জানান, সিডনির দর্শকদের এই আচরণে পুরো ভারতীয় দল খুবই হতাশ। সাংবাদিক বৈঠকে অজিঙ্ক রাহানে বলেন, “ দেখুন আমরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছি। তাঁরাই এখন বিষয়টি দেখছেন। আমি নিজে ম্যাচ রেফারি এবং আম্পায়ারের কাছে অভিযোগ জানিয়েছি। মাঠে যে ঘটনা ঘটেছে তা মেনে নেওয়া যায় না। এই ঘটনা বিশ্বের কোথাও যেন না ঘটে । আমরা এই ঘটনায় খুবই মর্মাহত।"
এমনকী ম্যাচের চতুর্থ দিনেও বাউন্ডারি লাইনে সিরাজকে উদ্দেশ্য করে বর্ণবৈষম্যমূলক মন্তব্য ভেসে আসে। তখন অধিনায়ক রাহানে আম্পায়ারদের কাছে অভিযোগ জানান। এবং আম্পায়াররা নিজেদের মধ্যে আলোচনা করে পুলিশকে ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যার ফলে আজ ম্যাচের শেষদিনে গ্যালারি ফাঁকা রেখে খেলা শুরু করতে হয়। যা ক্রিকেটের ভবিষ্যতের জন্য সঠিক বিজ্ঞাপন নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকী ক্রিকেটের ইতিহাসে এটি একটি কালো অধ্যায় হিসেবে থেকে যাবে বলে মত প্রকাশ করেছেন অনেকেই।