পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"মিথ্যা বলব না, আমার মাথাতেও বিষয়টি ছিল", বিশ্বকাপ নিয়ে ঋষভ - world cup

IPL-এ দারুণ পারফরম্যান্সের পর বিশ্বকাপে জায়গা না পাওয়ার বিষয় নিয়ে মুখ খুললেন পন্থ ।

ঋষভ

By

Published : Apr 23, 2019, 7:22 PM IST

দিল্লি, 23 এপ্রিল : IPL-এ প্রথম ম্যাচেই বছরের দ্রুততম হাফসেঞ্চুরি করে সাড়া জাগিয়েছিলেন তরুণ উইকেটকিপার ঋষভ পন্থ । কিন্তু হঠাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ সিরিজ়ে সেভাবে পারফর্ম করতে না পারায় বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ হয়নি । কিন্তু IPL-এ দারুণ পারফরম্যান্সের পর এই বিষয় নিয়ে মুখ খুললেন পন্থ ।

তিনি বলেন, "আমার দারুণ আনন্দ হচ্ছে, নিজের দলের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে পারাটা খুব দারুণ অনুভূতি । আমি মিথ্যা কথা বলব না, দলে নির্বাচিত না হতে পারার বিষয়টি আমার মাথার মধ্যে চলছিল ।" পাশাপাশি তিনি আরও বলেছেন , "আমি নিজের চেষ্টা জারি রেখেছিলাম। আর সেটা আমার জন্য কার্যকরী হয়েছে ।"

রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটাল্স ম্যাচে মাত্র ৩৬ বলে ৭৮ রান করেন ঋষভ । ম্যাচের সেরাও হন । মূলত তাঁর পারফরম্যান্সে ভর দিয়েই দিল্লি ম্যাচ জিতে যায় । স্বাভাবিকভাবেই নিজের পারফরম্যান্স নিয়ে খুশি ঋষভ । তবে নিজের আনন্দের মধ্যে বেরিয়ে এল আক্ষেপও ।

ABOUT THE AUTHOR

...view details