দুবাই, 11 অক্টোবর : টুর্নামেন্টের প্রথম সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই হার । CSK-এর আকাশে ওঠা কালো মেঘ ক্রমশ জমাট হচ্ছে । গতকাল দুবাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হারতে হল 37 রানের ব্যবধানে । তিনবারের ট্রফি জয়ী চেন্নাই সুপার কিংস ব্যাটে-বলে প্রতিরোধই গড়ে তুলতে পারল না । হাজারো CSK সমর্থকের আশা ভঙ্গ করে নিষ্প্রভই থাকল মহেন্দ্র সিং ধোনির ব্যাট । অসহায় দেখাল ধোনিকে । দাঁড়িয়ে দাঁড়িয়ে দলের হার দেখা ছাড়া যেন আর কোনও উপায়ই নেই তাঁর কাছে ।
অথচ এমন আহামরি কোনও টার্গেট ছিল না । প্রথমে ব্যাট করে 169 রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । সেই রান তাড়া করতে নেমে ওপেনিং জুটি দ্রুত প্যাভিলিয়নে ফেরার পর ইনিংসের হাল ধরার চেষ্টা করেন অম্বাতি রায়ডু, এন জগদীশনরা । তবে দুজনই ধীরে চলো নীতি গ্রহণ করেন । 68 রানের জুটি বাঁধতে 52টি বল খরচ করে ফেলেন তাঁরা । 28 বলে 33 রানের পর জগদীশন যখন রান আউট হলেন তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল 81 রান । হাতে 34 বল । এই পরিস্থিতিতে দলকে উদ্ধার করতে নামেন ধোনি । ক্রিকেট কেরিয়ারে এমন বহু পরিস্থিতির মধ্যে পড়েছেন মাহি । দলকে অনায়াসে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন । কিন্তু কয়েকবছর আগের সেই ধোনি এখন অতীত । ক্রিজে মহেন্দ্র সিং ধোনি নামটাও যেন ভরসা দিতে পারছে না চেন্নাই সমর্থকদের । মাত্র 6 বল স্থায়ী হল তাঁর ইনিংস । হাঁকালেন একটি ছক্কা । আর সেখানেই শেষ হয়ে যায় ধোনির (10) লড়াই । ফেরেন চাহালের বলে । 40 বলে 42 রানের মন্থর ইনিংস খেলার পর ইসরু উদানার বলে বোল্ড আউট হন রায়ডু । চেন্নাইয়ের ইনিংস থমকে যায় 132 রানে । তিনটি উইকেট ক্রিস মরিসের । দুটি উইকেট পান ওয়াশিংটন সুন্দর ।