পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ছয় মেরে দ্বিশতরান রোহিতের, সেঞ্চুরি রাহানের - রাঁচিতে টেস্ট ম্যাচ

প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা ৷ এই টেস্টেও বিধ্বংসী মেজাজে ব্যাট করেন 'হিটম্যান' ৷ তাঁকে যোগ্য সংগত দেন আর এক মুম্বইকর অজিঙ্কা রাহানে ৷ তিনিও সেঞ্চুরি করেন ৷

রোহিত ও রাহানে

By

Published : Oct 20, 2019, 11:13 AM IST

Updated : Oct 20, 2019, 7:24 PM IST

রাঁচি , 20 অক্টোবর : ছয় মেরে সেঞ্চুরি করেছিলেন ৷ এবার ছয় মেরে ডবল সেঞ্চুরি করলেন রোহিত শর্মা ৷ তাঁর পাশাপাশি আজ সেঞ্চুরি করেন আর এক মুম্বইকর অজিঙ্কা রাহানে ৷

রোহিত-রাহানে জুটি

আজ সকাল থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করতে শুরু করেন রোহিত শর্মা ৷ প্রথম জলপানের বিরতির আগেই দেড়শো রানে পৌঁছে যান তিনি ৷ 199 বলে 150 করেন ৷ তার মধ্যে প্রথম 50 রান করতে নেন 86 বল ৷ পরের 50 করেন 44 বলে ৷ আর একশো থেকে দেড়শো রানে পৌঁছাতে 'হিটম্যান' নেন 69 বল ৷

এই সংক্রান্ত খবর : টপকালেন সচিনকে, রোহিতের ব্যাটে ভর করে রাঁচিতে বড় রানের পথে ভারত

পিছিয়ে ছিলেন না রাহানেও ৷ প্রথম জলপানের আগে সেঞ্চুরি করেন তিনিও ৷ নেন 169 বল ৷ সবমিলিয়ে টেস্টে এটি রাহানের 11 তম সেঞ্চুরি ৷

12 বছর আগে একই ইনিংসে দুই মুম্বইকর সেঞ্চুরি করেছিলেন ৷ 2007 সালে বাংলাদেশের বিরুদ্ধে শের-ই বাংলা স্টেডিয়ামে সেঞ্চুরি করেছিলেন সচিন তেন্ডুলকর এবং ওয়াসিম জাফর ৷ আর এবার রাহানে ও রোহিত ৷

রোহিত-রাহানে জুটি

শেষপর্যন্ত ব্যক্তিগত 115 রানের মাথায় লিন্ডের বলে কট বিহাইন্ড হন রাহানে ৷ তবে রোহিত বিধ্বংসী মেজাজেই দ্বিশতরানের দিকে এগোতে থাকেন ৷ 199 রানে নট আউট অবস্থায় মধ্যাহ্নভোজের বিরতিতে যান তিনি ৷ আর মধ্যাহ্নভোজের পর তৃতীয় ওভারের প্রথম বলেই এনগিডিকে ছক্কা মেরে ডবল সেঞ্চুরি পূর্ণ করেন ৷ তার এক বল পর ফের ছয় মারেন ৷ তার পরের ওভারে রাবাডার বলে আউট হন তিনি ৷ করেন 255 বলে 212 রান ৷ মারেন 6 টি ছয় এবং 28টি চার ৷

প্রথম ইনিংস 497 রানে ছেড়ে দেয় ভারত ৷ ব্য়াট করতে নেমেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা ৷ মাত্র 9 রানে দুই উইকেট হারিয়ে ফেলে তারা ৷ যদিও কম আলোর জন্য আজ নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা আগেই বন্ধ করে দেওয়া হয় খেলা ৷

Last Updated : Oct 20, 2019, 7:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details