আবু ধাবি, 21 সেপ্টেম্বর : নিজের বলে রান বাঁচাতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন । সুপার ওভারের টানটান ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবকে হারালেও দলের তারকা স্পিনারের চোট নিয়ে শঙ্কায় দিল্লি ক্যাপিটালস শিবির । শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অশ্বিনকে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে । যদিও ধোনিদের বিরুদ্ধে খেলা নিয়ে অশ্বিন নিজে আশাবাদী ।
গত বছর যে টিমকে নেতৃত্ব দিয়েছিলেন, এবছর IPL-এর প্রথম ম্যাচে সেই কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে নামেন অশ্বিন । স্বাভাবিকভাবে পুরনো দলের বিরুদ্ধে কিছু করে দেখানোর ইচ্ছে কাজ করছিল তাঁর মনের মধ্যে । বল হাতে নেমেই করুন নায়ার ও নিকোলাস পুরাণের গুরত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে পঞ্জাবকে ঝটকা দেন । কিন্তু ওভারের শেষ বলে রান বাঁচাতে গিয়ে ডানদিকে ঝাঁপিয়ে বাম কাঁধে চোট পান । সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হয় অশ্বিনকে ।