সিডনি, 16 নভেম্বর : ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ়ে নাও খেলতে পারেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স ৷ 27 নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ় ৷ তার আগে কামিন্স জানিয়ে দিয়েছেন, কোহলিদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ় খেলতে পারবেন কি না সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তিনি ৷
ভারতের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সফর খেলে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া ৷ ফলে টেস্ট সিরিজ়ের আগে একটু বিশ্রামের প্রয়োজন রয়েছে কামিন্সের ৷ যে কারণে ওয়ানডে সিরিজ়ে নাও খেলতে পারেন তিনি ৷ অজ়ি পেসার বলেছেন, "এখনও এই বিষয়ে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি ৷ গরমের সময় কিছু খেলোয়াড় বিশ্রামের প্রয়োজন মনে করলে আমি অবাক হব না ৷ কারণে আগামী কয়েকমাস খুব ব্যস্ততার মধ্যে কাটবে ৷ দক্ষিণ আফ্রিকা সিরিজ় ছাড়াও আরও বেশ কিছু সিরিজ় খেলা হবে ৷"