পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাবা ছিলেন অটোচালক, আজ বিএমডব্লিউ-র মালিক মহম্মদ সিরাজ - নিজেকে বিএমডব্লিউ গাড়ি উপহার দিলেন মহম্মদ সিরাজ

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সর্বোচ্চ উইকেটশিকারী মহম্মদ সিরাজ ৷

Pacer Mohammed Siraj gifts himself a BMW car
Pacer Mohammed Siraj gifts himself a BMW car

By

Published : Jan 23, 2021, 12:23 PM IST

হায়দরাবাদ, 23 জানুয়ারি : সংসার চালানো এবং ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে অটো চালাতেন মহম্মদ ঘাউস ৷ একসময়ের অটোচালকের ছেলে মহম্মদ সিরাজ আজ বিএমডব্লিউ গাড়ির মালিক ৷ কঠোর অনুশীলন, জেদ আর অধ্যাবসায়কে সম্বল করে কুঁড়েঘর থেকে রাজপ্রাসাদে মহম্মদ সিরাজ ৷ অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর নিজেই নিজেকে এই দামি গাড়ি উপহার দিয়েছেন ৷

অস্ট্রেলিয়া সফরে যাওয়ার পর বাবাকে হারিয়েছেন মহম্মদ সিরাজ ৷ কষ্ট বুকে চেপে অস্ট্রেলিয়ার বাইশ গজে নিজেকে উজার করে দিয়েছেন ৷ বাড়ি ফিরেই বিমানবন্দর থেকে ছুটে গিয়েছেন বাবার সমাধিস্থলে ৷ বাড়ি ফেরার একদিনের মধ্যেই নিজেই নিজেকে বিএমডব্লিউ উপহার দিলেন ভারতীয় দলের পেস সেনসেশন ৷ ইনস্টাগ্রামে সদ্য গাড়ির একটি ছোট্ট ক্লিপ শেয়ার করেছেন তিনি ৷ ভিডিয়ো দেখে সিরাজকে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা ৷

আরও পড়ুন : বিমানবন্দর থেকে সোজা বাবার সমাধিতে পৌঁছালেন সিরাজ

হায়দরাবাদের নিম্নবিত্ত পরিবারের ছেলে মহম্মদ সিরাজ ৷ ক্রিকেটার হওয়ার পিছনে বাবার মহম্মদ ঘাউসের পরিশ্রমের কথা বিভিন্ন সাক্ষাৎকারে বারবার বলেছেন তিনি ৷ কিন্তু অস্ট্রেলিয়া সফরে ছেলের সাফল্য দেখে যেতে পারেননি তিনি ৷ সেই আফসোস রয়ে গিয়েছে সিরাজের ৷

ABOUT THE AUTHOR

...view details