পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মোদি ক্ষমতায় থাকতে ভারত-পাকিস্তান সিরিজ়ের সম্ভাবনা নেই : আফ্রিদি - মোদি সরকার থাকতে ইন্দো - পাক দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা নেই : আফ্রিদি

এবছর অ্যামেরিকার এক বোলার IPL-এ দল পেয়েছেন । কিন্তু বিশ্বের ধনীতম ক্রিকেট লিগ থেকে ব্রাত্য পাকিস্তানি ক্রিকেটাররা ।

T
T

By

Published : Sep 27, 2020, 6:13 PM IST

লাহোর, 27 সেপ্টেম্বর : 7 বছর ধরে বন্ধ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ় । একমাত্র ICC-র টুর্নামেন্ট ছাড়া ক্রিকেট মাঠের এই চির প্রতিদ্বন্দ্বী দুই টিমকে দেখা যায় না । পাকিস্তান ICC-র কাছে BCCI-এর বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করেছে । তবে তাতে কাজ হয়নি । তাই হাল ছেড়ে দিয়েছে পাকিস্তান । এই নিয়ে হতাশ প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি বললেন, যতদিন মোদি সরকার ক্ষমতায় আছে ততদিন ভারত-পাকিস্তান সিরিজ় হওয়ার সম্ভাবনা নেই ।

আরব নিউজ়কে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, "ভারতের সঙ্গে খেলার বিষয়ে পাকিস্তান সরকার সবসময় রাজি । কিন্তু ভারতের বর্তমান সরকার থাকতে দ্বিপাক্ষিক সিরিজ় শুরু হওয়ার সম্ভাবনা নেই । অন্তত মোদি ক্ষমতায় থাকতে তো মোটেও নয় । আমি তো কোনও সম্ভাবনাই দেখছি না ।" দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক বন্ধ থাকায় বেশ আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে । পাশাপাশি আমিরশাহিতে চলতি IPL-এ পাকিস্তানি ক্রিকেটাররা না থাকায় যে তাঁদের বেশ ক্ষতি হয়েছে তাও বুঝিয়ে দিয়েছেন আফ্রিদি ।

একমাত্র পাকিস্তান বাদে IPL -এর আলোয় আলোকিত গোটা বিশ্বের ক্রিকেটাররা । এবছর অ্যামেরিকার এক বোলার IPL -এ দল পেয়েছেন । কিন্তু বিশ্বের ধনীতম ক্রিকেট লিগ থেকে ব্রাত্য পাকিস্তানের ক্রিকেটাররা । আফ্রিদি বলেন, IPL -এ না খেলা তাঁর দেশের ক্রিকেটারদের জন্য বড় সুযোগ হারানোর সমান । তিনি বলেছেন, "বিশ্ব ক্রিকেটে IPL খুব বড় একটা ব্র্যান্ড । ভারতে গিয়ে বাবর আজম বা অন্য প্লেয়াররা যদি চাপের মুখে খেলতে পারত ও বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিতে পারত তাহলে ভালো হত । আমার মতে ওরা বড় সুযোগ হারাচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details