পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দুরন্ত রাহুল-শ্রেয়স, 7 উইকেটে জয় ভারতের - অকল্যান্ডে 7 উইকেটে জয় ভারতের

অকল্যান্ডে টি-20 সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে নিউজ়িল্যান্ডকে 7 উইকেটে হারাল ভারত ৷ সিরিজ়ে 2-0 ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া ৷

image
ভারত বনাম নিউজ়িল্যান্ড

By

Published : Jan 26, 2020, 12:03 PM IST

Updated : Jan 26, 2020, 3:58 PM IST

অকল্যান্ড, 26 জানুয়ারি : লোকেশ রাহুলের উপর অধিনায়ক বিরাট কোহলির অগাধ ভরসা ৷ বারবার তা প্রকাশ করেছেন বিরাট ৷ আর অধিনায়ক তাঁর উপর ভরসা করে যে ভুল করেননি তা ফের অকল্যান্ডে প্রমাণ করলেন লোকেশ রাহুল ৷ তাঁর চওড়া ব্যাটে ভর করে রবিবার অকল্যান্ডে দ্বিতীয় টি-20 ম্যাচে 7 উইকেটে জিতল ভারত ৷

অকল্যান্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ ব্যাট হাতে ভালো শুরু করে নিউজ়িল্যান্ড ৷ তবে পাওয়ার প্লের পরই ম্যাচে ফেরে ভারত ৷ বুমরা, জাদেজাদের দাপটে 132 রানে আটকে যায় কিউয়িদের ইনিংস ৷ নিউজ়িল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন উইকেট রক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্ট ৷ 26 বলে 33 রানে অপরাজিত থাকেন তিনি ৷ 33 রান করেন ওপেনার মার্টিন গাপটিলও ৷ নির্ধারিত 20 ওভারে 5 উইকেটের বিনিময়ে 132 রান করে নিউজ়িল্যান্ড ৷

ভালো শুরু করেও আউট গাপটিল

ভারতের হয়ে দুরন্ত বোলিং করে জাদেজা তুলে নেন 2টি উইকেট ৷ একটি করে উইকেট তুলে নেন শার্দুল, বুমরা ও শিবম দুবে ৷ তবে উইকেট না পেলেও ভালো বোলিং করলেন মহম্মদ শামি ৷

দুরন্ত জাদেজা

জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত ৷ অধিনায়ক কোহলির ইনিংসও স্থায়ী হয়নি বেশিক্ষণ ৷ 11 রান করে আউট হন অধিনায়ক ৷ তারপর শ্রেয়স আইয়ারকে সঙ্গী করে ম্যাচ এগিয়ে নিয়ে যান লোকেশ রাহুল ৷ অপরাজিত 57 রান করেন লোকেশ ৷ 44 রানে আউট হন শ্রেয়স ৷ 15 বল বাকি থাকতেই ম্যাচ জেতে ভারত ৷ পাঁচ ম্যাচের সিরিজ়ে 2-0 ব্যবধানে এগিয়ে গেল মেন ইন ব্লুরা ৷

Last Updated : Jan 26, 2020, 3:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details