পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

CSK-কে হারিয়ে ধোনির থেকে "বিশেষ" উপহার পেলেন বাটলার - IPL 2020 news

মঞ্চটা ধোনির হলেও ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ জিতিয়ে লাইমলাইট কেড়ে নিয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার ।

CSK-কে হারিয়ে ধোনির থেকে "বিশেষ" উপহার পেলেন বাটলার
CSK-কে হারিয়ে ধোনির থেকে "বিশেষ" উপহার পেলেন বাটলার

By

Published : Oct 20, 2020, 2:45 PM IST

আবুধাবি, ২০ অক্টোবর : IPL-এর মঞ্চে ইতিহাস গড়েছেন মহেন্দ্র সিং ধোনি । গতকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলে ফেলেছেন IPL-এর 200তম ম্যাচ । এমন নজির অন্য কোনও ক্রিকেটারের ঝুলিতে নেই । যদিও ধোনির কাছে 200তম ম্যাচটা স্মরণীয় হয়ে থাকেনি । রাজস্থানের কাছে 7 উইকেটে ম্যাচ হেরে প্লে অফের আশায় জল ঢেলেছে চেন্নাই সুপার কিংস । মঞ্চটা ধোনির হলেও ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ জিতিয়ে লাইমলাইট কেড়ে নিয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার । ম্যাচ হারলেও বাটলারের হাতে "বিশেষ" উপহার তুলে দিলেন ধোনি । এই উপহার পেয়ে আপ্লুত ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলার ।

তিনবারের চ্যাম্পিয়নদের এবারের IPL অভিযান কার্যত শেষ করার পিছনে রয়েছে জস বাটলারের 48 বলে 70 রানের ইনিংস । বাটলার বিক্রমেই খড়কুটোর মতো উড়ে গেছে ধোনির চেন্নাই । ম্যাচ শেষে নিজের 200তম ম্যাচের জার্সি বাটলারকে উপহার দেন ধোনি । রাজস্থান রয়্যালসের টুইটার হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করা হয়েছে ।

সোমবারের ম্যাচের আগে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দুটো দলের সামনেই খাঁড়া ঝুলছিল । গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্টোকস, স্যামসন, উথাপ্পাদের ব্যর্থতার দিন জ্বলে ওঠে জস বাটলারের ব্যাট । স্টিভ স্মিথের সঙ্গে তাঁর অপরাজিত জুটিতে ওঠে 98 রান । ম্যাচ জিতিয়ে রাজস্থানের প্লে অফের আশা যেমন উজ্জ্বল করলেন বাটলার তেমনই দলের উপরে থাকা চাপটা অনেকটাই কাটিয়ে দিয়েছেন । ম্যাচের পর জানান, চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ে আরও তীব্রতা নিয়ে আসার চেষ্টা করেছেন ।

ABOUT THE AUTHOR

...view details