রাঁচি, 28 জুন: কাঁচাপাকা দাড়ির ফাঁকে চির পরিচিত স্মিত হাসি ৷ উসকো খুসকো চুল ৷ গায়ে জংলা প্রিন্টের টি-শার্ট ৷ কখনও মাটির উপর বসে পড়ছেন ৷ কখনও ট্রাক্টর চালিয়ে ক্ষেতের জমি চষছেন ৷ নয়া রূপে মহেন্দ্র সিং ধোনির সেই ভিডিয়ো এখন ভাইরাল ৷
রাঁচির ফার্ম হাউজ়ে চাষবাসে ব্যস্ত ধোনি - dhoni framing video viral
পর্দার "ধোনি" সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ প্রকাশ্যেও আসেননি ৷ অবশেষে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে ৷ বর্তমানে নিজের ফার্ম হাউজ়ে চাষবাসে ব্যস্ত তিনি ৷
আক্ষরিক অর্থেই মাটির মানুষ ক্যাপ্টেন কুল ৷ ব্যক্তিগত জীবনে ভীষণ সাধারণ ৷ ধোনির সাধারণ জীবনযাত্রা তাঁর অনুরাগীদের বেশ পছন্দের ৷ লকডাউনের মধ্যে ভাইরাল হওয়া তাঁর ছোটোখাটো ভিডিয়োগুলি বেশ ভালো লেগেছে নেটিজেনদের ৷ এবার মহেন্দ্র সিং ধোনিকে দেখা গেল চাষবাসে মনে দিতে ৷ কিছুদিন আগেই 8 লাখ খরচ করে একটি ট্রাক্টর কিনেছেন ৷ লাল রঙের সেই ট্রাক্টর তাঁর দেশ-বিদেশের নামিদামী গাড়ির কালেকশনের মধ্যে নতুন সংযোজন ৷ কিন্তু ওই ট্রাক্টর যে শুধু গ্যারাজে সাজিয়ে রাখার জন্য কেনেননি তা বোঝা গেছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে ৷ যেখানে নিজের ফার্ম হাউজ়ে নিজেই লাল রঙা ট্রাক্টর চালিয়ে জমি চষছেন মাহি ৷
এদিকে মুম্বইয়ের একটি প্রতিবেদনের খবর অনুযায়ী, আগামী 2 জুলাই থেকে অনলাইনে ক্রিকেট অ্যাকাডেমি চালু করবেন ধোনি ৷ নিজে তো থাকবেনই দেশ-বিদেশের সিনিয়র ক্রিকেটারদের দিয়েও কোচিং করাবেন ৷