পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ক্রিকেট থেকে দূরেই ধোনি, খেলবেন না বাংলাদেশের বিরুদ্ধেও - bcci

বাংলাদেশ সিরিজ় থেকেও নিজেকে সরিয়ে নিলেন মহেন্দ্র সিং ধোনি । নির্দিষ্ট করে বাংলাদেশের বিপক্ষে সিরিজ়ের কথা না বললেও তিনি জানিয়েছেন, ক্রিকেট থেকে নিজের বিরতিটা আরও লম্বা করার ইচ্ছা রয়েছে তাঁর । যা আগামী নভেম্বরের আগে শেষ হওয়ার সম্ভাবনা নেই ।

ক্রিকেট থেকে বিরতি বাড়োনের সিদ্ধান্ত ধোনির, খেলবেন না বাংলাদেশের বিপক্ষেও

By

Published : Sep 22, 2019, 4:02 PM IST

রাঁচি, 22 সেপ্টেম্বর : ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের পর থেকেই জাতীয় দল থেকে নিজেকে দূরে রেখেছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । এবার বাংলাদেশ সিরিজ় থেকেও নিজেকে সরিয়ে নিলেন মহেন্দ্র সিং ধোনি । এর আগে প্যারা কমান্ডো ট্রেনিংয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ় সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি । ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে তাঁকে দলে রাখেননি নির্বাচকরা ।

নভেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে T-20 সিরিজ় খেলবে ভারত । সেই সিরিজ়েও খেলবেন না বলে জানিয়ে দিলেন ধোনি । নির্দিষ্ট করে বাংলাদেশের বিপক্ষে সিরিজ়ের কথা না বললেও তিনি জানিয়েছেন, ক্রিকেট থেকে নিজের বিরতিটা আরও লম্বা করার ইচ্ছা রয়েছে তাঁর । যা আগামী নভেম্বরের আগে শেষ হওয়ার সম্ভাবনা নেই ।

ভারত সফরে তিনটি T-20 ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ । সফরের শুরুটাই হবে T-20 সিরিজ় দিয়ে । দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে 3 নভেম্বর সফরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে । সিরিজ়ের বাকি দুই ম্যাচ নাগপুর ও রাজকোটে হবে । নিজের বিরতিটা পুরো নভেম্বর পর্যন্ত বাড়ানোর কথা জানানোয় বাংলাদেশের বিপক্ষে দেখা যাবে না ধোনিকে ।

এদিকে শুধু বাংলাদেশ সিরিজ়ই নয়, ক্রিকেট থেকে বিরতি নেওয়ায় আসন্ন বিজয় হাজ়ারে ট্রফিতেও খেলা হবে না ধোনির । এমন অবস্থায় ভারতের জার্সি গায়ে ধোনির মাঠে ফেরার সম্ভাব্য সময় মনে করা হচ্ছে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে ঘরের মাঠে T-20 সিরিজ় ।

যদি তাও না হয়, তাহলে চলতি বছর আর আন্তর্জতিক ক্রিকেট খেলা হবে না ধোনির । তবে আগামী জানুয়ারিতে জ়িম্বাবোয়ে ও অস্ট্রেলিয়াকে নিয়ে হতে চলা ত্রিদেশীয় সিরিজ়ে প্রত্যাবর্তনের সুযোগ থাকবে ধোনির সামনে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details