দিল্লি, 20 মে: ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটারদের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে অর্ধ মিলিয়ন ডলার দান করেছিল BCCI । ঘটনাটি 2014 সালের । তারপর বহুবছর কেটে গেলেও ভারতীয় বোর্ডের দেওয়া অর্থ হাতে পাননি ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের ক্রিকেটাররা । সেই বিপুল পরিমাণ টাকা ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড নয়ছয় করেছে বলে সম্প্রতি অভিযোগ করেছেন মাইকেল হোল্ডিং । কোথায় গেল সেই অর্ধ মিলিয়ন ডলার ? নিজের দেশের ক্রিকেট বোর্ডের কাছে প্রশ্ন রেখেছেন প্রাক্তন কিংবদন্তি ফাস্ট বোলার ।
BCCI-এর দেওয়া অর্থ নয়ছয় করেছে ক্যারিবিয়ান বোর্ড, অভিযোগ হোল্ডিংয়ের - Michael Holding accuses CWI of misusing funds given by BCCI for former west indies player
কোথায় গেল সেই অর্ধ মিলিয়ন ডলার ? নিজের দেশের ক্রিকেট বোর্ডের কাছে প্রশ্ন রেখেছেন প্রাক্তন কিংবদন্তি ফাস্ট বোলার ।
2014 সালে অতীতের ক্যারিবিয়ান ক্রিকেটারদের জন্য সেদেশের ক্রিকেট বোর্ডকে 500,000 ডলার দান করেছিল BCCI । কিন্তু সেই অর্থের কানাকড়িও তিনি পাননি বলে জানিয়েছেন হোল্ডিং । এমনকী তাঁর সময়ের কোনও ক্রিকেটারই সেই টাকা পাননি বলে জানান । নিজের সময়ের সেরা এই ফাস্ট বোলার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, "ভারতীয় বোর্ডের দেওয়া ওই অর্থ শুধুমাত্র প্রাক্তন ক্রিকেটারদের সাহায্যের জন্য ছিল । আমি একজন প্রাক্তন খেলোয়াড় । আমি বলছি, সেই টাকার কিচ্ছুটি পাইনি । শুধু আমিই নই অধিকাংশ প্রাক্তন খেলোয়াড়রাই টাকা পাননি । আমি এমন অনেক প্রাক্তন ক্রিকেটারদের চিনি যাঁরা টাকা পেলে সেটা নিয়ে হইচই করতে ছাড়তো না । সেরকম কিছুই হয়নি । তাহলে BCCI-এর দেওয়া অর্ধ মিলিয়ন ডলার কোথায় গেল ?"
ওই ইন্টারভিউয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের 60 পাতার অডিট রিপোর্ট নিয়ে বিশ্লেষণ করেন হোল্ডিং । ভারতীয় বোর্ডের দেওয়া অর্থ নয়ছয় করা ছাড়াও আরও বেশ কিছু অভিযোগ করেছেন তিনি ।