পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বে-ওভালে নতুন রেকর্ড লোকেশ রাহুলের - newzeland

শতরান করেও দলের হার বাঁচাতে পারেননি ৷ কিন্তু নতুন রেকর্ড গড়েছেন ৷ প্রথম ভারতীয় হিসাবে নিউজ়িল্যান্ডের বিপক্ষে পাঁচ নম্বরে নেমে শতরান গড়লেন লোকেশ রাহুল ৷

image
লোকেশ রাহুল

By

Published : Feb 12, 2020, 12:35 PM IST

মাউন্ট মঙ্গেনুই : অকল্যান্ডেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় হারে ভারত ৷ বে- ওভালে শেষ ম্যাচ ছিল তাই নিয়মরক্ষার ৷ সম্মানরক্ষার ম্যাচে মাউন্ট মঙ্গেনুইয়ে হেরে লজ্জার হোয়াইট ওয়াশের মুখোমুখি হয়েছে টিম ইন্ডিয়া ৷ ব্যর্থ হয়েছে লোকেশ রাহুলের শতরানের ইনিংস ৷ চেষ্টা করেও দলের হোয়াইট ওয়াশ বাঁচাতে পারেননি রাহুল ৷ কিন্তু ম্যাচ জেতাতে না পারলেও বে-ওভালে তাঁর শতরানে ভেঙেছেন একাধিক রেকর্ড ৷

প্রথম ভারতীয় হিসাবে নিউজ়িল্যান্ডের বিপক্ষে পাঁচ নম্বরে বা তার পরে নেমে শতরান করলেন তিনি ৷ ওয়ানডেতে এর আগেও পাঁচ নম্বরে বা পরের দিকে ব্যাট করতে নেমে শতরানের নজির আছে ভারতীয়দের ৷ প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি 2017 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে শতরান করেন ৷

এছাড়া আরও একটি নজির গড়েছেন লোকেশ রাহুল ৷ কম ইনিংসে প্রথম চারটি শতরানের বিরাট কোহলিকে টপকে গেলেন তিনি ৷ চারটি শতরান করতে কোহলির লেগেছিল 36টি ইনিংস ৷ রাহুল নিলেন 31টি ইনিংস ৷ যদিও ভারতীয়দের মধ্যে সবথেকে কম ইনিংসে প্রথম চারটি শতরান করেছেন শিখর ধাওয়ান ৷ 24টি ইনিংসে প্রথম চারটি শতরান করেন ভারতীয় ক্রিকেটের গব্বর ৷

ABOUT THE AUTHOR

...view details