মুম্বই, 5 জুলাই : কদিন আগেই ওয়ানডে ক্রিকেটে ছুঁয়েছেন 11 হাজার রানের মাইলফলক । লারা, সচিনকে পিছনে ফেলে হয়েছেন দ্রুততম 20 হাজার আন্তর্জাতিক রানের মালিক । এরপরই বিরাট কোহলিকে রান মেশিন বলে সম্বোধন করলেন ব্রায়ান লারা । তবে তাঁর মতে, সর্বকালের সেরা সচিনই ।
বিরাট বর্তমানের সেরা, সচিন সর্বকালের : লারা - world cup
রান মেশিন বিরাটকে সেরা বললেও বন্ধু সচিনই যে তাঁর কাছে সর্বকালের সেরা, তা বুঝিয়ে দিলেন লারা ।
এই বিশ্বকাপে এখনও সেঞ্চুরি আসেনি কোহলির ব্যাট থেকে । তবে পরপর পাঁচটা হাফ সেঞ্চুরি করেছেন । তাও বিরাটে মজে লারা । তিনি বলেন, "বিরাট হলেন রান মেশিন। কিন্তু সচিনই আমার প্রথম পছন্দ । বিরাটের সঙ্গে এখনকার বাকি ক্রিকেটারদের অনেক ফারাক রয়েছে । রোহিত বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করেছেন ঠিকই, কিন্তু T-২০, ওয়ানডে ও টেস্টে ধারাবাহিক বিরাটই ।"
সচিনের প্রশংসা করে লারা বলেন, "উপমহাদেশের বাইরেও ভারতীয় ক্রিকেটাররা সফল । সেটাও সচিন তেন্ডুলকরের জন্যই। সচিন বিশ্বের সব পিচে সফল । আর এখনকার ভারতীয় ক্রিকেটাররা সচিনকে দেখেই অনুপ্রাণিত হয়েছেন ।"