বিশাখাপটনম, 18 ডিসেম্বর : রেকর্ড বুকে নাম তুলে নিলেন কুলদীপ যাদব ৷ বিশাখাপটনমে সিরিজ়ের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন এই চায়নাম্যান বোলার ৷ একই সঙ্গে পথম ভারতীয় হিসাবে দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে হ্যাটট্রিক করলেন তিনি ৷ একই সঙ্গে রেকর্ড গড়লেন ভারতীয় ওপেনাররা ৷ রোহিত ও রাহুল ভাঙলেন সেহওয়াগ ও সৌরভের রেকর্ড ৷
হ্যাটট্রিক ও শতরান, বিশাখাপটনমে রেকর্ডের ছড়াছড়ি
ক্যারিবিয়ানদের 33 তম ওভারে শাই হোপ, জেসন হোল্ডার ও অ্যালজারি জোসেফকে আউট করে হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি ৷ একই সঙ্গে বিশ্ব ক্রিকেটে ষষ্ঠ বেলার হিসাবে একাধিক হ্যাটট্রিক করার নজির গড়লেন কুলদীপ ৷
2017 সালে ইডেন গার্ডেন্সে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে হ্যাটট্রিক করেন কুলদীপ যাদব ৷ সেবার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া ৷ এবার পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ় ৷ ক্যারিবিয়ানদের 33 তম ওভারে শাই হোপ, জেসন হোল্ডার ও অ্যালজারি জোসেফকে আউট করে হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি ৷ একই সঙ্গে বিশ্ব ক্রিকেটে ষষ্ঠ বেলার হিসাবে একাধিক হ্যাটট্রিক করার নজির গড়লেন কুলদীপ ৷ তিনটি হ্যাটট্রিক করে তালিকায় সবার উপরে আছেন শ্রীলঙ্কান পেসার লসিথ মালিঙ্গা ৷ এরপরেই আছেল ওয়াসিম আক্রম, সাকলিন মুস্তাক, চামিন্ডা ভাস, ও ট্রেন্ট বোল্টের দুটি করে হ্যাটট্রিক আছে ৷ প্রথম ভারতীয় বোলার হিসাবে ওয়ানডে-তে হ্যাটট্রিক করেন চেতন শর্মা ৷ এরপর কপিল দেব, কুলদীপ যাদব ও মহম্মদ শামি হ্যাটট্রিক করেন ৷ বিশ্বকাপের মঞ্চে দুই ভারতীয় চেতন শর্মা ও মহম্মদ শামির হ্যাটট্রিক আছে ৷
নিজের ক্যারিয়ারে 28 তম সেঞ্চুরি করলেন রোহিত শর্মা ৷ অন্য ওপেনার লোকেশ রাহুলও শতরান করেন ৷ ওপেনিং জুটিতে 227 রানের পার্টনারশিপ গড়েন ৷ এতেই এক অনন্য রেকর্ড গড়লেন এই জুটি ৷ ভাঙলেন 2002 সালে বীরেন্দ্র সেহওয়াগ ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওপেনিংয়ে করা 196 রানের ইনিংস ৷ একই সঙ্গে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপের রেকর্ড গড়লেন রোহিত-রাহুল জুটি ৷ হাশিম আমলা ও রেলি রুসুঁর করা 247 রান এখনও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওপেনিংয়ে সর্বোচ্চ রান ৷