পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL-এ বেটিংয়ের অভিযোগে গ্রেপ্তার 42 - বেঙ্গালুরু পুলিশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেটিং নিয়ে প্রথম থেকেই সজাগ ছিল বেঙ্গালুরু পুলিশ ৷ তাই 13 তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে এই বেটিং মাফিয়া ও বেটিং চক্র ভাঙতে তারা পৃথক একটি দল গঠন করে ৷

IPL betting
IPL betting

By

Published : Nov 12, 2020, 8:55 PM IST

বেঙ্গালুরু, 12 নভেম্বর : কোরোনার প্রভাবে দেশের মাটিতে বসেনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর ৷ আরব আমিরশাহিতে কোটিপতি লিগের আয়োজন করে BCCI ৷ তবে তা বলে IPL নিয়ে বেটিং চক্রের ভাটা কিন্তু পড়েনি ৷ বেঙ্গালুরু পুলিশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেটিং নিয়ে 25টি মামলা রজু করেছে ৷ একইসঙ্গে 42জনকে গ্রেপ্তারও করা হয়েছে ৷ এছাড়া IPL চলাকালীন মোট 1.54 কোটি টাকা আটক করা হয় ৷

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেটিং নিয়ে প্রথম থেকেই সজাগ ছিল বেঙ্গালুরু পুলিশ ৷ তাই 13 তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে এই বেটিং মাফিয়া ও বেটিং চক্র ভাঙতে তারা পৃথক একটি দল গঠন করে ৷ দলের নেতৃত্ব দেন CCB কমিশনার সন্দীপ পাইল ৷ মোট 25 টি মামলা দায়ের করা হয় ৷ 42 জনকে গ্রেপ্তার ও 1 কোটি 54 লাখ টাকা আটক করা হয় ৷

IPL মরশুমের আড়াই মাস শহরে বেটিং চক্র ফের সক্রিয় হচ্ছে বলে খবর আসে ৷ এবং তারপরই DCP, ACP এবং অনান্য ইন্সপেক্টর নিয়ে একটি বিশেষ দল তৈরি করা হয় ৷ বেশিরভাগ বেটিংগুলি পরিচালনা করা হয়েছে অনলাইন মোডে ৷ তাই CCB কে সাইবার পুলিশের সাহায্যও নিতে হয় ৷

CCB-র কথায় বেশিরভাগ বেটিং চক্রগুলি পরিচালনা করা হচ্ছিল বেঙ্গালুরু শহর থেকে ৷ প্রতিটি ম্যাচ নিয়ে, বল নিয়ে বেটিং চলত ৷

ABOUT THE AUTHOR

...view details