শারজা, 13 অক্টোবর : প্রথমদিকে দুশোর কমে রান উঠছিল না ৷ কিন্তু শারজার উইকেট ধীরে ধীরে মন্থর হতে শুরু করেছে ৷ সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই উইকেটে রান তুলতে বেগ পেতে হয়েছে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকেও ৷ তবুও RCB-র স্কোরবোর্ডে মাত্র 2 উইকেট হারিয়ে উঠল 194 রান ৷ যার পিছনে রয়েছে এবি ডিভিলিয়ার্সের অতিমানবীয় ইনিংস ৷ যে উইকেটে কোহলির ব্যাটে বলে সংযোগই ঘটছিল না সেখানে 33 বলে 73 রানের ইনিংস খেললেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ৷ ম্যাচ শেষে এবির প্রশংসায় পঞ্চমুখ কোহলি বললেন, "আমরা সবাই স্ট্রাগল করেছি, শুধু একজন সুপারম্যান ছাড়া ৷"
পাঁচটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারির সাহায্যে 73 রানের ইনিংস খেলেন এবি ৷ ম্যাচ শেষে ডিভিলিয়ার্সের এই ইনিংস সম্পর্কে কোহলি বলেন, "একজন সুপারম্যান ছাড়া প্রতিটি ব্যাটসম্যানের এই পিচে রান তুলতে কালঘাম ছুটেছে ৷ ভেবেছিলাম 165-র আশপাশে রান উঠবে ৷ কিন্তু আমরা তুললাম 194 রান ৷ কারণটা আপনারা সবাই জানেন ৷ এটা সত্যিই অবিশ্বাস্য ৷"