দিল্লি , 31 জুলাই : IPL-র প্রস্তুতির জন্য দিল্লি ক্যাপিটালস শিবির ১৫ অগাস্ট থেকে দিল্লিতে ভারতীয় খেলোয়াড়দের জন্য একটি শিবিরের আয়োজন করতে চাইছে । রবিবারের IPL গভর্নিং কাউন্সিলের বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি ক্যাপিটালস শিবির ।
দিল্লিতে ভারতীয় ক্রিকেটারদের শিবির করতে চায় DC - Indian Premier League
2020 IPL আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত পর্বে । ঘোষাণা হয়ে গেছে দিন । IPL আগে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে শিবির করতে চাইছে দিল্লি ক্যাপিটালস শিবির । গভর্নিং কাউন্সিলের অনুমতি পেলেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত ।
দিল্লি ক্যাপিটালসের একজন কর্মকর্তা বলেন , " ছেলেদের একত্রিত করা হবে , থাকে তারা একটি দল হিসেবে কাজ করার সময় পায় । যাতে তারা দ্রুত ক্রিকেটের ছন্দে ফিরে যেতে পারে । কোরোনা প্যান্ডেমিকের কথা মাথায় রেখে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ ভারত সরকার , দিল্লি সরকার , WHO , ICC এবং BCCI-র সমস্ত নিয়মকানুন মেনে চলা হবে ।
" যদিও BCCI আমাদের টুর্নামেন্টের তারিখ সম্পর্কে জানিয়েছে, আমরা গভর্নিং কাউন্সিলের মিটিং থেকে আরও কিছু তথ্যের জন্য অপেক্ষা করছি । গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর আমরা নিজেরা বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব । এখনও পর্যন্ত, আমরা ১৫ অগাস্ট থেকে শিবির আয়োজনের বিষয়ে প্রাথমিক ভাবে তৈরি । সব কিছু নির্ভর করছে গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্তের উপর । এক বার সবুজ সঙ্কেত পেলেই আমরা মাঠে নেমে পড়ব ।" বলেন ওই কর্মকর্তা ।